জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাড়হিম করা ঘটনা যোগীরাজ্য উত্তরপ্রদেশের আজমগড়ে। পারিবারিক হিংসায় নিহত একই পরিবারের ৪। ৩২ বছর বয়সী এক যুবক প্রথমে তাঁর মা-কে গুলি করে খুন করে। তারপর তাঁর ছোট ছেলে ও মেয়ের উপরও গুলি চালায়। মারা যায় তারাও। শেষে নিজে ওই বন্দুকের গুলিতেই আত্মঘাতী হন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আজমগড়ের জেহানাগঞ্জ থানার অন্তর্গত সর্দার বল্লভভাই প্যাটেল নগরের ১০ নম্বর ওয়ার্ডে।
পারিবারিক বিবাদের ভয়ংকর পরিণতি…
জানা গিয়েছে, বারাণসীর একটি পেট্রোল পাম্পে কর্মরত নীরজ পান্ডে মাত্র একদিন আগেই গ্রামে তাঁর নিজের বাড়িতে ফিরেছিলেন। দুপুরের দিকে সামান্য কথা কাটাকাটি থেকে বচসা ব্যাপক আকার নেয়। পারিবারিক বিবাদের সময়ই রাগের বশে নীরজ পান্ডে তাঁর মা চন্দ্রকলা, মেয়ে শুভি ও ছেলে সংঘর্ষকে গুলি করেন। তারপর নিজেও আত্মঘাতী হন।
গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। গুলিবিদ্ধ ৪ জনকেই সঙ্গে সঙ্গে জেহানাগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। নীরজ ও তাঁর মা চন্দ্রকলাকে সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। শিশুদের গুরুতর জখম অবস্থায় জেলা হাসপাতালে রেফার করা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই ছেলে সংঘর্ষের মৃত্যু হয়।
মৃত ৩, জীবিত ১
একমাত্র মেয়ে শুভি বর্তমানে চিকিৎসাধীন। পেটে গুলি লাগার পরেও তার অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন। পুলিস ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে। উদ্ধার করেছে ব্যবহৃত বন্দুকটি। প্রাথমিক তদন্তের পর পুলিস জানিয়েছে, পারিবারিক কলহের জেরেই এই ঘটনা। ইদানিং নীরজের মদ্যপানের মাত্রাও বেড়ে গিয়েছিল।
আরও পড়ুন, Bhopal Shocker: প্রেমিকার ভালো চাকরি! বেকারত্বের জ্বালায়-হিংসায় খু*ন লিভ-ইন পার্টনারের! ২ দিন ধরে দে*হের সঙ্গেই প্রেমিক…
আরও পড়ুন, Bengaluru Shocker: বিয়ের পর স্বামীর সঙ্গে স*ঙ্গ*মের পাঠ! কীভাবে ঘনিষ্ঠ হবে? শেখানোর অছিলায় মা-ই মেয়েকে…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)