NOW READING:
Ayodhya Ram Temple PM Modi: মোদীর ‘হাত ধরে’ এবার বিদেশেও রামমন্দির!! দূরদ্বীপভূমিতে অযোধ্যার পুণ্য মন্দির; সঙ্গে সরযূর পবিত্র জলও…
July 8, 2025

Ayodhya Ram Temple PM Modi: মোদীর ‘হাত ধরে’ এবার বিদেশেও রামমন্দির!! দূরদ্বীপভূমিতে অযোধ্যার পুণ্য মন্দির; সঙ্গে সরযূর পবিত্র জলও…

Ayodhya Ram Temple PM Modi: মোদীর ‘হাত ধরে’ এবার বিদেশেও রামমন্দির!! দূরদ্বীপভূমিতে অযোধ্যার পুণ্য মন্দির; সঙ্গে সরযূর পবিত্র জলও…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রামমন্দির (Ram Temple) উপহার দিলেন মোদী (PM Modi)! দিলেন সরযূও। সরযূ মানে, সরযূর জল (Sarayu River Water)। ধাতুপাত্রে ভরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কল্যাণে এবার সাগরপারের দেশেও রামমন্দির। কীভাবে? নরেন্দ্র মোদীর মন্দির-উপহার কোন দূর দ্বীপভূমিতে? কোথায় সরযূর পবিত্র জলও? কী ভাবে সম্ভব এ অসম্ভব? 

আরও পড়ুন: Ketu Gochar: পরম রহস্যময় চরম মায়াবী ‘পাপী’ কেতুর কৃপায় সংসারে উথলে উঠবে সুখ, পকেটে উপচে পড়বে টাকা! মাটিতে পা পড়বে না এঁদের…

আরও পড়ুন: Deadliest Anaconda in Kolkata: অবিশ্বাস্য! আমাজনের ত্রাস দৈত্যাকার ভয়ংকর সবুজ অ্য়ানাকোন্ডা এবার কলকাতায়…

বিদেশসফরে মোদী

আসলে পঞ্চদেশীয় সফরে গিয়েছেন মোদী। এখন তিনি ব্রাজিলে। সেখানে যোগ দিয়েছেন ব্রিকস সম্মেলনে। ব্রাজিল আসার আগে মোদী ঘুরে এসেছেন আর্জেন্টিনা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ত্রিনিদাদ এবং টোবাগো। এই দুই দেশ সফরের আগে গিয়েছিলেন ঘানায়। সেখান থেকে রওনা দেওয়ার আগে সে দেশের শীর্ষ সাংবিধানিক ব্যক্তিত্বদের হাতে তুলে দিয়ে এসেছেন নানা উপহার। মোদীর সেই উপহার থেকে বঞ্চিত হননি ত্রিনিদাদ ও টোবাগো এবং আর্জেন্টিনাও।

রামমন্দির ও সরযূর জল

জানা গিয়েছে, ত্রিনিদাদা ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বরকে দু’টি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। প্রথমটি অযোধ্যার রামমন্দিরের একটি রেপ্লিকা, রামমন্দিরের একটি ছোট প্রতিরূপ। দ্বিতীয়টি অযোধ্যার সরযূ নদীর জল। সরযূর পবিত্র জল একটি কলসিতে ভরে তা ওই দেশের প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন মোদী। প্রসঙ্গত, ত্রিনিদাদের প্রধানমন্ত্রীর রয়েছে বিহারযোগ। তিনি ভারতীয় বংশোদ্ভূত। তাঁর পরিবার বিহারের বক্সার এলাকার মানুষ ছিলেন। তাঁর হাতে রামমন্দিরের একটি ছোট প্রতিরূপও উপহার হিসাবে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

সিংহ এবং সূর্য

ত্রিনিদাদ সফর সেরে, শুক্রবারই মোদী পৌঁছন আর্জেন্টিনা। শনিবার সেদেশের প্রেসিডেন্টর সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকশেষে তাঁকেও একটি উপহার দেন মোদী। জানা গিয়েছে, আর্জেন্টিনার প্রেসিডেন্টকে রাজস্থানে তৈরি হওয়া সিংহের মূর্তি দিয়েছেন তিনি। মোদীর উপহারের তালিকা থেকে বাদ পড়েননি উপ-রাষ্ট্রপতিও। আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের হাতে মোদী তুলে দেন মধুবনী শিল্পীর তৈরি সূর্যের একটি ছবি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link