মুর্শিদাবাদের লালগোলায় আবাস নিয়ে বিক্ষোভ
Murshidabad News: ফের আাবাস নিয়ে বিক্ষোভ। এবার মুর্শিদাবাদের লালগোলা। সরকারি আধিকারিককে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হল। ক্ষোভের মুখে পুলিশের গাড়িতে করে পর্যন্ত বের করে নিয়ে আসা হয় ওই আধিকারিককে। গ্রামবাসীদের অভিযোগ আবাস তালিকায় নাম না থাকা সত্ত্বেও পরে তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে।
নামগঞ্জে হিন্দুদের উপর মৌলবাদীদের উপর একের পর হামলা। হামলার সেই ছবি লাইভ স্ট্রিমিং করায় ইউনুসের সেনার রোষে বিপ্র দাস। কলকাতা এবং আগরতলার দূতাবাসে বিক্ষোভ, দুই কূটনীতিককে ডেকে পাঠাল বাংলাদেশ। কয়েকদিন আগেই কলকাতা এবং আগরতলার দূতাবাসে বিক্ষোভ হয়। চাপের মুখে ত্রিপুরার দূতাবাস বন্ধ করে দে বাংলাদেশ। উত্তাল বাংলাদেশ, হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর চলছে লাগাতার অত্যাচার। তার প্রতিবাদে বাড়ছে বিক্ষোভ। লাগাতার হিন্দু- নিপীড়নের খবর করায়, গতকাল আমার নাম করে হুঁশিয়ারি দিয়েছিলেন, BNP-র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি। আর আজ তিনি ভারতীয় পণ্য় বয়কটের ডাক দিয়ে, স্ত্রীর কেনা ভারতীয় শাড়ি পোড়ালেন! কিন্তু তা করতে গিয়ে, যেটা সামনে এল, বাংলাদেশ এখনও ভারতীয় শাড়ির ওপরই নির্ভরশীল। কারণ, তিনি যখন শাড়িটা সামনে ছুড়ে ফেলে দিলেন, সেটা আবার কেউ সঙ্গে সঙ্গে কুড়িয়েও নিলেন! পোড়াতে গিয়ে রিজভি-সাহেব যখন দেখলেন, শাড়ি নেই, তখন যিনি শাড়ি তুলে নিয়েছিলেন, তাঁকে রীতিমতো ধমকও দিলেন BNP-র এই বর্ষীয়ান নেতা! ABP Ananda Live