ABP Ananda Live: আবাস যোজনা প্রকল্পে সমীক্ষার কাজ শুরু করল নামখানা থানার পুলিশ। এর আগে বহুক্ষেত্রে আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, যা নিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন শাসক দলের নেতা থেকে প্রশাসনিক কর্তারা।
ফের বিতর্কের কেন্দ্রে আবাস যোজনা। এবার কাটোয়ায় আবাস যোজনাকে কেন্দ্র করে শুরু বিতর্ক। ‘হরিশ্চন্দ্রপুরের ধুমসাডাঙিতে ২০০ পরিবারের বাস, আবাসে নাম নেই কারও’। ”বিডিও অফিসে আবেদন সত্ত্বেও নাম ওঠেনি আবাস যোজনার তালিকায়’। অভিযোগ হরিশ্চন্দ্রপুরের ধুমসাডাঙি গ্রামের বাসিন্দাদের। ২০১৭-১৮ সালে তৈরি তালিকায় ধুমসাডাঙি গ্রামের কারও নাম নেই, স্বীকার বিডিও-র। অনেকে আবেদনপত্র জমা দিয়েছেন, কিন্তু নতুন করে তালিকায় নাম ঢোকানো সম্ভব নয়। ‘দিদিমণি সঠিক তালিকা পাঠালে বলতাম বাংলায় কাঁচা বাড়ি নেই’, আবাস যোজনা নিয়ে আক্রমণ BJP-র।
+ There are no comments
Add yours