নাম ছিল না আবাস তালিকায়, মুর্শিদাবাদে মর্মান্তিক পরিণতি
![নাম ছিল না আবাস তালিকায়, মুর্শিদাবাদে মর্মান্তিক পরিণতি নাম ছিল না আবাস তালিকায়, মুর্শিদাবাদে মর্মান্তিক পরিণতি](https://i1.wp.com/feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/01/7dd11edbb190259824255098612df5991733060929212967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&w=991&resize=991,564&ssl=1)
<p>ABP Ananda Live: আবাস যোজনার টাকা পেতে তৃণমূল নেতাকে কাটমানি, ফেরত চাইতেই মর্মান্তিক পরিণতি। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।</p>
<p> </p>
<p>জ্বলছে বাংলাদেশ। লাগাতার হিন্দুদের উপর হামলা। গ্রেফতার একের পর এক সন্ন্যাসী। শান্তি কামনায় বিশ্বজুড়ে প্রার্থনার ডাক ইসকনের। জ্বলছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে উত্তর ২৪ পরগনার পেট্রোপোল সীমান্তে ভিড়। দেশে ফেরার হিড়িক। বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ, তাই তড়িঘড়ি দেশে ফিরতে চাইছেন সে দেশের নাগরিকরা। প্রিয়জনরা কীভাবে আছেন, তা নিয়ে উৎকণ্ঠা রয়েছে। তাই কেউ দেশে ফিরছেন, আবার কেউ প্রিয়জনদের খোঁজ নিতে বাংলাদেশে যাচ্ছেন। সীমান্ত সিল করে দেওয়া হতে পারে, এই আশঙ্কায় আজই দেশে ফিরতে চাইছেন বাংলাদেশি নাগরিকরা। ‘বাবা ফিরতে পারবে কিনা সেটাই চিন্তার’ বলছেন বাংলাদেশ থেকে ফেরা গৃহবধূ রিয়া সাহা। উত্তাল বাংলাদেশ, চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে চলছে বিক্ষোভ। চলছে হিন্দুদের উপর লাগাতার আক্রমণ।</p>
Source link