NOW READING:
Bangladesh: ‘পুলিস চোরের প্রেমে পড়ছে’, থানায় ভাইরাল টিকটক ভিডিয়ো বানিয়ে গ্রেফতার প্রভাবশালী নেত্রী
February 11, 2025

Bangladesh: ‘পুলিস চোরের প্রেমে পড়ছে’, থানায় ভাইরাল টিকটক ভিডিয়ো বানিয়ে গ্রেফতার প্রভাবশালী নেত্রী

Bangladesh: ‘পুলিস চোরের প্রেমে পড়ছে’, থানায় ভাইরাল টিকটক ভিডিয়ো বানিয়ে গ্রেফতার প্রভাবশালী নেত্রী
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আওয়ামী লীগ নেত্রীর টিকটক ভিভিয়ো ভাইরাল বাংলাদেশের নাটোরে। থানায় শ্যুট করা ওই ভাইরাল ভিডিয়োর জেরে গ্রেফতার করা হয়েছে শিউলী খাতুন নামে ওই নেত্রীকে। মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এনিয়ে হইচই শুরু হয়েছে এলাকায়। নাটোরের বড়াইগ্রাম থানার সামনে শিউলী  ওই ভিডিয়ো করেন।

আরও পড়ুন-বনকর্মীর মাথায় কামড় দেওয়া বাঘ মামা জালে! ভোররাতের অপারেশান ছাগল টোপেই খাঁচাবন্দি…

শিউলী খাতুন নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা শাখার সম্পাদক ও বড়াইগ্রাম পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে নির্বাচন লড়ে পরাজিত হন। সেই শিউলীই থানার সামনে নেচেছেন, ‘ওরে মন কথা শোন, যাবি চল বৃন্দাবন। নাগরের নাগর দোলায় দুলবি নাকি বল। ওরে বাঁচাও আমায়। সুন্দরী চোর মনের ফাঁদে ঢুকেছে, পুলিশ চোরের প্রেমে পড়েছে ও দারোগা পুলিশ চোরের প্রেমে পড়েছে।’

যে সময়ে ওই ভিডিয়ো করেন শিউলী সেইসময় থানায় কোনও পুলিস ছিলেন না। পরে সেই ভিডিও তিনি নিজের ফেসবুকে আপলোড করে দেন। মুহুর্তেই ভাইরাল হয়ে যায় ওই ভিডিয়ো। থানার সামনে এমন ভিডিও ধারণ করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে নানা সমালোচনা শুরু হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের আগে শিউলী খাতুন বলেন, টিকটক করা আমার নেশা। সেই কারণেই ভিডিওটি করেছিলাম। তবে এখন বুঝতে পারছি থানার সামনে কাজটি করা ঠিক হয়নি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link