NOW READING:
সাড়ে ৯ ঘণ্টা পর বেরোলেন সিবিআই দফতর থেকে, সংবাদমাধ্যমকে দেখেই দৌড় অভীকের
September 22, 2024

সাড়ে ৯ ঘণ্টা পর বেরোলেন সিবিআই দফতর থেকে, সংবাদমাধ্যমকে দেখেই দৌড় অভীকের

সাড়ে ৯ ঘণ্টা পর বেরোলেন সিবিআই দফতর থেকে, সংবাদমাধ্যমকে দেখেই দৌড় অভীকের
Listen to this article



<p style="text-align: justify;">সিবিআইয়ের নজরে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাস, অভীক দে, সৌরভ পাল। সিজিও কমপ্লেক্সে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। প্রায় সাড়ে ৯ ঘণ্টা পর বেরোলেন সিজিও কমপ্লেক্স থেকে। সংবাদমাধ্যমকে দেখেই দৌড়। আর জি কর-কাণ্ডে দ্রুত ময়নাতদন্ত করতে চাপ? বিস্ফোরক অভিযোগ নিহত নির্যাতিতার ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাসের। ‘তাড়াতাড়ি ময়নাতদন্ত করার জন্য চাপ দেওয়া হয়েছিল’। ‘নিহতের কাকা পরিচয় দিয়ে একজন বলেছিলেন, ওই দিন ময়নাতদন্ত না হলে রক্তগঙ্গা বইবে’। ‘এক প্রাক্তন কাউন্সিলর বলেছিলেন, রক্তগঙ্গা বইয়ে দেবেন’। দাবি ময়নাতদন্তকারী আর জি কর মেডিক্যালের ফরেন্সিক বিভাগের অধ্যাপক অপূর্ব বিশ্বাসের।&nbsp;</p>
<p style="text-align: justify;">আর জি কর মেডিক্য়ালে থ্রেট কালচারের সঙ্গে যুক্ত অভিযুক্তদের তালিকায় আরও ৯ জনের নাম। আরও ৯ জনের নাম যুক্ত করল রেসিডেন্ট ডক্টর্স অ্য়াসোসিয়েশন। বাদ দেওয়া হল ১ জনের নাম। ফলে অভিযুক্তদের মোট সংখ্য়া বেড়ে দাঁড়াল ৫৯ জন। তদন্ত কমিটি সমস্ত অভিযোগ ও বিভিন্ন নথি খতিয়ে দেখে তালিকা থেকে বাদ দিয়েছে ১৪ জনের নাম। ফলে বর্তমানে এখন অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে ৪৫ জনের, খবর হাসপাতাল সূত্রে</p>



Source link