জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর এক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৮ শ্রমিক। আহত ৭ জন। মারাত্মক ওই ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায়। একটি অটোয় চড়ে কাজে যাচ্ছিলেন বেশ কয়েকজন শ্রমিক। সেই অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা মারে এক সরকারি বাসকে। ধাক্কার চোটে বাসের সামনের অংশ খুলে বেরিয়ে যায়।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর নির্দেশ উড়িয়ে বাংলা জুড়ে আলু বিক্রি হচ্ছে ৩৫ টাকায়!
পুলিস সূত্রে খবর অটোতে ছিলেন মোট ১৫ জন। সেটি তার সামনে থাকা একটি ট্রাককে প্রবল বেগে পাস কাটিয়ে এগিয়ে যাওয়ার সময়েই উল্টো দিক থেকে একটি বাসের সামনে চলে আসে। তাতেই ওই ভয়ংকর ঘটনা ঘটে যায়। বাসটি ধর্মভারম থেকে হায়দরাবাদ যাচ্ছিল। ওই শ্রমিকদের সকলেই পুটলুর মণ্ডলের এল্লুটলা গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনাস্থলেই ৭ শ্রমিকের মৃত্যু হয়। হাসপাতালের মারা যান আরও ১ শ্রমিক।
ওই ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। আহতের চিকিত্সার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া পাশাপাশি নিহতের পরিবারপিছু ৫ লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours