ব্রিজটাউন: আঙুলের চোটের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন স্টিভ স্মিথ (Steve Smith)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে তাঁকে দেখা যায়নি অজি স্কোয়াডে। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন তিনি। আঙুলের চোটও সেরে উঠেছে। তাই ফের মাঠে ফিরতে চলেছেন অজি তারকা। এখনও চূড়ান্ত কিছু না জানানো হলেও দ্বিতীয় টেস্টে মাঠে নামার ব্যাপারে আশাবাদী প্রাক্তন অজি অধিনায়ক।
গ্রানাডায় দ্বিতীয় টেস্ট খেলতে নামছে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার মাঠে নেমেছিলেন স্মিথ। গত রবিবারই দলের সঙ্গে যােগ দিয়েছেন। মঙ্গলবার থেকে পুরোদমে অনুশীলন শুরু করার কথা স্মিথের। উল্লেখ্য, প্রথম টেস্টে ১৫৯ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া।
আইসিসির ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে, ”মাঠে ফিরে দারুণ লাগছে। নর্ম্য়াল অনুশীলন করব। কিন্তু দেখা যাক কতদূর কী হয়।” চোট নিয়ে স্মিথ বলছেন, ”এখন আর আগের মত অত ব্যথা অনুভব করছি না। তবে হালকা অনুশীলনই করব। ব্যাট করার সময় অসুবিধে হচ্ছে না। আঙুলও নাড়াতে পারছি যথেষ্ট।”
যদি স্মিথ একাদশে ঢুকে পড়েন, তবে কিন্তু জশ ইংলিশকে একাদশের বাইরে বসতে হতে পারে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের দুটো ইনিংসে ইংলিশের ব্যাট থেকে এসেছিল যথাক্রমে ৫ ও ১২ রান।
লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পান স্মিথ। এই চোট সারিয়ে ফিরতে তাঁর খানিক সময় লাগতে পারে, আগেই আভাস মিলেছিল। তাই তিনিও প্রথম টেস্টে খেলবেন না এটা জানিয়ে দেওয়া হয়েছিল। স্মিথের বিশ্রামের প্রয়োজন এমনটাই জানিয়েছিলেন জর্জ বেইলি।
কবে থেকে শুরু এশিয়া কাপ
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পরিকল্পনা অনুযায়ী ৬ দলের এশিয়া কাপ হওয়ার কথা। টুর্নামেন্টের সূচি হয়ত জুলাইয়ের প্রথম সপ্তাহেই প্রকাশ করা হতে পারে। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। তার জন্য চলতি বছরের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফর্ম্য়াটে হওয়ার কথা। আয়োজকদের তরফে জানানো হয়েছে আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে এশিয়া কাপ। টুর্নামেন্টে অংশ নিতে পারে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহি। সংযুক্ত আরব আমিরশাহিই এবারের এশিয়া কাপের আয়োজক দেশ হতে পারে। এছাড়া হাইব্রিড মডেলে হতে পারে এশিয়া কাপ। সেক্ষেত্রে ভারত ও পাকিস্তান দল নিরপেক্ষ ভেন্যুতে খেলবে।