থামছে না বৃষ্টি, বাধ্য হয়েই মাত্র ১৩.২ ওভারেই শেষ হল প্রথম সেশন, দেখুন তৃতীয় টেস্টের লাইভ আপডেট
ব্রিসবেন: পাঁচ ম্যাচের বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম দুই ম্যাচে ভারত ও অস্ট্রেলিয়া, দুই দলই একটি করে টেস্ট জিতেছে। তৃতীয় টেস্টে দুই দলেরই লক্ষ্য ম্যাচ জিতে সিরিজ়ে এগিয়ে যাওয়া। আজ থেকে শুরু হতে চলা তৃতীয় টেস্টে (IND vs AUS 3rd Test) সিরিজ়ের ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই স্বাভাবিকভাবেই সকলের নজরে গাব্বার ২২ গজ।
অস্ট্রেলিয়ার দ্রুততম উইকেটগুলির অন্যতম গাব্বা। এই মাঠে বরাবরই ভাল বাউন্স হয় বল। এবারেও সেই ছবিই দেখা যাবে। তবে যেহেতু মরশুমের শুরুর দিকেই এই ম্যাচ হচ্ছে, তাই গাব্বার ২২ গজ একেবারে তরতাজা রয়েছে। তাই বাউন্স, গতি সবকিছুই ২০২১ সালের সেই ঐতিহাসিক জয়ের থেকে খানিক বেশি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গাব্বায় কিন্তু সচরাচর বোলারদের সহায়ক পিচই দেখা যায়। গাব্বার মাঠ প্রস্তুতকারক জানান এই বারেও পিচ সাধারণত যেমন হয়, অর্থাৎ বোলিং সহায়কই হবে।
অস্ট্রেলিয়া ইতিমধ্যেই ম্যাচের জন্য নিজেদের একাদশ ঘোষণা করে দিয়েছে। অজ়ি অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) জানিয়েছেন স্কট বোল্যান্ডের বদলে কেবল জশ হ্যাজেলউড দলে ফিরেছেন। ভারতীয় দল একাদশে কোনও বদল ঘটায় কি না, সেই দিকে সকলের নজর রয়েছে। বিশেষ নজর রয়েছে অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) দিকে। অ্যাডিলেডে দুই ইনিংসে ব্যর্থতার পর তিনি প্রবল সমালোচনায় বিদ্ধ হন। তবে গত টেস্টের মতো মিডল অর্ডার নয়, পূর্বাভাস অনুযায়ী তিনি ওপেনিংই করবেন এই টেস্টে। শেষমেশ রোহিত কোন পজিশনে ব্যাট করেন, সেই দিকেও নজর থাকবে সকলের।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য মঞ্চ প্রস্তুত। উত্তেজনা চরমে, এবার শুধু ২২ গজে বল গড়ানোর অপেক্ষা।