আইপিএল নিলামের আগে বিধ্বংসী ছন্দে ম্যাক্সওয়েল, অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত পাকিস্তান

Estimated read time 2 min read
0 0
Listen to this article
Read Time:6 Minute, 32 Second



<p><strong>ব্রিসবেন:&nbsp;</strong>সামনেই <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ের নিলাম। ২৪ ও ২৫ নভেম্বর সংযুক্ত আরব আমিরশাহির জেড্ডায় বসছে মেগা নিলামের আসর। তার আগে ব্যাট হাতে জ্বলে উঠলেন ম্যাড ম্যাক্স। গ্লেন ম্যাক্সওয়েলের বিধ্বংসী ইনিংসের সুবাদে ঘরের মাঠে পাকিস্তানের কাছে ওয়ান ডে সিরিজে হারের ধাক্কা কাটিয়ে উঠল অস্ট্রেলিয়া। টি-২০ সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২৯ রানে হারাল অস্ট্রেলিয়া।</p>
<p>অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ় জিতে টি-২০ সিরিজ় খেলতে নেমেছিল পাকিস্তান। কিন্তু টি-২০ সিরিজের শুরুটা ভাল হল না তাদের। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২৯ রানে হারল পাকিস্তান। ব্যাটিং ব্যর্থতা সঙ্গী হল পাক দলের।</p>
<p>ব্রিসবেনের মাঠে ম্যাচের আগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের টি২০ ম্যাচ নির্ধারিত ২০ ওভার থেকে কমিয়ে ৭ ওভারের করা হয়েছিল। হাড্ডাহাড্ডি লড়াই হবে দুই দলের, ভেবেছিলেন সকলে। কিন্তু পাকিস্তান কার্যত দাঁড়াতেই পারল না। ৭ ওভারের ম্যাচও মহম্মদ রিজওয়ানরা হারলেন বড় ব্যবধানেই।&nbsp;</p>
<p>ওয়ান ডে সিরিজে অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল পাকিস্তান। ২০০২ সালের পর থেকে প্রথমবার অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে গিয়ে হারিয়েছে পাকিস্তান। সিরিজ শুরুর আগে পরিচিত ছিলেন না মহম্মদ হাসনাইন, হ্যারিস রউফরা। তবে ওয়ান ডে সিরিজে অজিদের ব্যাটিং লাইন আপে ত্রাস সৃষ্টি করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত ওয়ান ডে সিরিজ অস্ট্রেলিয়া দল হেরে যায় ২-১ ব্যবধানে। টি-২০ সিরিজে ওয়ান ডে সিরিজে হারের বদলা নিতে মুখিয়ে অস্ট্রেলিয়া।</p>
<p>বৃষ্টিবিঘ্নিত ম্যাচের ওভার সংখ্যা কমিয়ে ৭ করা হয়।। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তোলে ৯৩/৪। তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৯ বলে ৪৩ রানের বিধ্বংসী প্রলয়লীলা চালান ম্যাক্সওয়েল। ব্রিসবেনের বড় মাঠে যে গতিতে রান করা খুব সহজ নয়। কম ওভারের ম্যাচে অস্ট্রেলিয়া ব্যাটাররা চার-ছক্কার প্লাবনে ভাসালেন। ম্যাক্সওয়েলরা মোট ছয় মারলেন ৬টি, আর চার মারলেন ৯টি। পাকিস্তান সেখানে ছয় মারল তিনটি আর বাউন্ডারি সাতটি।</p>
<p>প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনার ম্যাট শর্ট এবং জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের উইকেট কম রানেই হারায় অস্ট্রেলিয়া। এরপরই শুরু ম্যাক্সওয়েল এবং মার্কাস স্টোইনিসের তাণ্ডব। ১৯ বলে ৪৩ রানের অনবদ্য ইনিংস খেললেন গ্লেন ম্যাক্সওয়েল। একাই মারলেন পাঁচটি চার ও তিনটি ছয়। মার্কাস স্টোইনিসও সাত বল খেলেই করেন ২১ রান।&nbsp;</p>
<p>রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় পাকিস্তান। কম ওভারের ম্যাচে রানের কাছাকাছি পৌঁছনো তো দূরের কথা, ২৯ রানে হারে পাকিস্তান। ৭ ওভারে ৬৪ রান পর্যন্ত পৌঁছতেই পাকিস্তানের ৯টি উইকেট পড়ে যায়। পাকিস্তানের লোয়ার অর্ডারের মাত্র তিন ব্যাটার দুই অঙ্কের স্কোরে পৌঁছান, তবে কেউ ২০র বেশি করতে পারেনি। অধিনায়ক মহম্মদ রিজওয়ান করেন ০ রান। জেভিয়ার বার্তলেট এবং নাথান এলিস তিনটি করে উইকেট নেন।</p>
<div class="dottedimg"><strong>আরও পড়ুন:&nbsp;<a title="যেন ১৭ বছরের আগের শামি, ছন্দে ফেরা পেসারকে দেখে বলছেন মুগ্ধ কোচ লক্ষ্মী" href="https://bengali.abplive.com/sports/cricket/mohammed-shami-took-4-wickets-after-comeback-in-ranji-trophy-bengal-vs-mp-match-coach-laxmiratan-shukla-admires-abp-ananda-exclusive-1105457" target="_self">যেন ১৭ বছরের আগের শামি, ছন্দে ফেরা পেসারকে দেখে বলছেন মুগ্ধ কোচ লক্ষ্মী</a></strong></div>
<div class="dottedimg">
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1713076608247000&amp;usg=AOvVaw3q4jYa74bdg5CsIbsi72_9">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em></strong></p>
</div>



Source link

About Post Author

JagoronBarta

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *