জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাংবাদিকদের জন্য কি ক্রমশ এক বিপজ্জনক জায়গা হয়ে উঠছে বাংলাদেশ? এবার সেই প্রশ্নই তুলে দিল সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’। বিশ্বের সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (Reporters Without Borders) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: Deadly Road Accident: বীভৎস মৃত্যু সংগীতশিল্পীর! রাস্তা থেকে গাড়ি সটান গিয়ে পড়ল খাদে…
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে পেশাগত দায়িত্ব পালনের সময় ৫৪ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে। যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। এ প্রায় সাংবাদিক মৃত্যুর এক রেকর্ড! এর মধ্যে বাংলাদেশে প্রাণ হারিয়েছেন পাঁচজন সাংবাদিক!
ওই রিপোর্টে অবশ্য শুধু বাংলাদেশের দিকেই আঙুল তোলা হয়নি, এতে রয়েছে গাজার উল্লেখও। বলা হয়েছে সাংবাদিকদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থান প্যালেস্টাইনের গাজা উপত্যকা। ২০২৪ সালে মোট নিহত সাংবাদিকদের ৩০ শতাংশই ইজরায়েলি সেনাবাহিনীর হাতে দখলকৃত গাজা উপত্যকায় নিহত হয়েছেন। ২০২৩ সালে অক্টোবরের পর থেকে প্যালেস্টাইনে ১৪৫ জন সাংবাদিককে হত্যা করেছে ইজরায়েলি বাহিনী। এদের মধ্যে ৩৫ জন সাংবাদিককে সংবাদ সংগ্রহের সময় হত্যা করা হয়েছে।
আরও পড়ুন: Baba Vanga’s 2025 Zodiac Signs Predictions: কোন রাশির জাতকেরা ২০২৫ সালে টাকার পাহাড়ে বসে থাকবেন? দেখে নিন, স্বয়ং বাবা ভাঙ্গা কী বলেছেন…
তা ছাড়া আরও একটা তথ্য ভয়-ধরানো। গত পাঁচ বছরে অন্য যে কোনো দেশের চেয়ে এ বছরে প্যালেস্টাইনে নিহত সাংবাদিকের সংখ্যা সবচেয়ে বেশি। এই হত্যাযজ্ঞকে নজিরবিহীন রক্তস্নান হিসেবে উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় প্যালেস্টাইনের পরেই আছে পাকিস্তান। সেখানে সাতজন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। তালিকার পরের দুটি নামই হল বাংলাদেশ ও মেক্সিকো। দুই দেশেই পাঁচজন করে সাংবাদিক নিহত হয়েছেন। পাশাপাশি ২০২৪ সালে ৯৫ জন সাংবাদিক নিখোঁজ হয়েছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)