NOW READING:
Auto Pick up Van Accident: অটো-পিকআপ ভ্য়ানের মুখোমুখি ভয়ংকর সংঘর্ষ, ছিন্নবিচ্ছিন্ন ৬ দেহ
April 26, 2025

Auto Pick up Van Accident: অটো-পিকআপ ভ্য়ানের মুখোমুখি ভয়ংকর সংঘর্ষ, ছিন্নবিচ্ছিন্ন ৬ দেহ

Auto Pick up Van Accident: অটো-পিকআপ ভ্য়ানের মুখোমুখি ভয়ংকর সংঘর্ষ, ছিন্নবিচ্ছিন্ন ৬ দেহ
Listen to this article


সেলিম রেজা, ঢাকা: বাংলাদেশের রাঙামাটি-চট্টগ্রাম সড়কের কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের রাবার বাগান এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এতে এই ঘটনায় সিএনজি অটোরিকশাতে থাকা সব যাত্রী ও চালকসহ মোট ৬ জনের মৃত্যু হল।
 
শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত বাংলাদেশের রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ার ডাবুয়া মংশি মারমা’র মেয়ে মিনু মারমাকে(৩৫) চট্টগ্রামের রাউজান উপজেলার জে কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।

এছাড়া বাকি যারা নিহত হয়েছেন তারা হলেন- বাংলাদেশের চট্টগ্রামের রাউজানের কাজীপাড়ার সোয়ার আলীর ছেলে আবু তোরাব (৪৫), রাঙামাটির কাউখালীর তালুকদার পাড়ার আব্দুর রহিমের মেয়ে নূর নাহার (৪০), রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ার ডাবুয়া মংশি মারমা’র মেয়ে মিনু মারমা(৩৫), চট্টগ্রামের হাটহাজারীর মিরহাটের মাহাবুবুর রহমান বাচ্চু (৫৫), চট্টগ্রামের রাউজানের মো. জয়নাল আবেদীন (৬৩) ও চট্টগ্রামের সীতাকুন্ডের ভাটিয়ারির মৃত গুলজারের ছেলে ইজাদুল (২৫)। ইজাদুল সিএনজি অটোরিকশার চালক ছিলেন। দুর্ঘটনার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়।

আরও পড়ুন-ধসে ফের বিপর্যস্ত নর্থ সিকিম! আটকে ১৪০০ পর্যটক, চলছে উদ্ধারকাজ…

আরও পড়ুন-শহিদ জওয়ান ঝন্টু শেখের পরিবারের পাশে মমতা, স্ত্রীকে চাকরি, পরিবারকে ১০ লক্ষ টাকা

বাংলাদেশ পুলিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেতবুনিয়ার মনারটেক এলাকায় রাঙামাটি থেকে চট্টগ্রামে যাওয়ার পথে সিএনজি চালিত অটোরিকশা ও বিপরীত দিক আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৩ জন ও পার্শ্ববর্তী চট্টগ্রাম জেলার রাউজান উপজেলা হাসপাতালে নেওয়ার পথে দুইজন এবং চট্টগ্রাম মেডিকেলে একজনের মৃত্যু হয়। ঘটনার পরপরই পিকআপের চালক পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিস।

বাংলাদেশের রাঙামাটির অতিরিক্ত পুলিস সুপার জাহিদুল ইসলাম জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে টেলিফোনে জানান, এটা মর্মান্তিক ঘটনা। ছয়জনের মধ্যে তিনজনকে রাঙামাটির মেডিকেলে মর্গে পাঠানো হয়েছে। দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে এবং একজন রাউজানের জেকে মেমোরিয়াল হাসপাতালে আছে। ময়নাতদন্ত শেষে পুলিস আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link