জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গভীর রাতে ভয়ংকর দুর্ঘটনা। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের। শনিবার গভীর রাতে এরকমই এক দুর্ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রায়। এদিন রাতে একটি বাইকে যাচ্ছিলেন ৪ জন। অন্য একটি বাইকে ছিলেন ২ আরোহী। পথে কাগারোল থানা এলাকায় ওই দুই বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি বাইকের ৬ যাত্রীই বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে।
আরও পড়ুন-ইউনিফর্মেই রিলের তাগিদে উদ্দাম নাচ! অন ডিউটি মহিলা ইনস্পেকটরকে সাসপেন্ড…
পুলিস সূত্রে খবর, বাইক আরোহীদের মধ্যে ৫ জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। জীবিত বাইক আরোহীর অবস্থা আপাতত স্থিতিশীল। তার কাছ থেকেই ঘটনার কথা জানতে পেরেছে পুলিস। এনিয়ে তদন্ত চলছে।
আহত ওই বাইক আরোহীর কাছ থেকে পুলিস জানতে পেরেছে একটি বাইকে ছিল ৪ জন। তারা একটি বিয়েবাড়ি থেকে ফিরছিল। ওই চারজনের নাম ভগবান দাস, ওকিল, রাম স্বরূপ ও সোনু। এরা সবাই সাইয়ানের বাসিন্দা।
কাগারোল থানার ইন্সপেক্টর রাজবীর সিং সংবাদমাধ্য়মে বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। তাদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহত বাইক আরোহীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, শনিবারই অন্য একটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪ জন। শনিবার ভোর সাড়ে পাঁটা নাগাদ লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে একটি বাস দ্রুতগতির একটি লরিকে ধাক্কা মারে। এতে মৃত্যু হয়ে ৪ বাসযাত্রীর। বাসের ১৯ যাত্রীর মধ্যে অনেকেই আহত।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours