NOW READING:
Pakistan Train Hijack: রাতভর গুলির লড়াইয়ে খতম ২৭ জঙ্গি, অপহৃত এক্সপ্রেস ট্রেন থেকে ১৫৫ পণবন্দিকে বের করে আনল সেনা
March 12, 2025

Pakistan Train Hijack: রাতভর গুলির লড়াইয়ে খতম ২৭ জঙ্গি, অপহৃত এক্সপ্রেস ট্রেন থেকে ১৫৫ পণবন্দিকে বের করে আনল সেনা

Pakistan Train Hijack: রাতভর গুলির লড়াইয়ে খতম ২৭ জঙ্গি, অপহৃত এক্সপ্রেস ট্রেন থেকে ১৫৫ পণবন্দিকে বের করে আনল সেনা
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কয়েক ঘণ্টার গুলির লড়াই কিছুটা সাফল্য পেল পাক সেনা। বালোচিস্তানের বোলানে হাইজ্যাক হয়ে যাওয়া জাফর এক্সপ্রেস থেকে ১৫৫ জন যাত্রীকে বের করে আনতে সক্ষম হল সেনাবাহিনী। ট্রেনের ৯টি বগিতে রয়েছেন কমপক্ষে ৪০০ যাত্রী। গতকালই বালোচ বালোচ লিবারেশন আর্মি(বিএলএ) কোয়েটা খাইবার পাখতুনখাওয়ার পেশওয়ার গামী জাফর এক্সপ্রেসকে অপহরণ করে। পণবন্দি করে একশোরও বেশি যাত্রীকে। হুমকি দেওয়া হয় কোনও মিলিটারি অপারেশন হলে একের পর এক যাত্রীকে খুন করা হবে।

আরও পড়ুন-ভয়ংকর! গলা কেটে ট্রলিব্যাগে ভরা হয় দেহ, ঘোলায় কল্যাণী এক্সপ্রেসওয়েতে পাকড়াও ২

পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী জঙ্গিরা সুইসাইড জ্য়াকেট পরে রয়েছে। যাত্রীদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। হতাহতের কথা মাথায় রেখে জারুরি অবস্থা ঘোষণা করেছে বালোচিস্তান সরকার। হাসপাতালগুলিকে তৈরি রাখা হয়েছে। পাক সেনাবাহিনী জানিয়েছে, শেষ জঙ্গিটিকে খতম না করা পর্যন্ত তারা থামবে না। তবে অত্যন্ত সতর্কতার সঙ্গে অপারেশন চালাচ্ছে সেনা।

ট্রেন থেকে ছাড়া পেয়ে এক যাত্রী সংবাদমাধ্যমে বলেন, সেনা খুব ভালো কাজ করেছে। চারদিকে গুলি চলছিল। তার মধ্যে থেকেই আমাকে বের করে এনেছে সেনা। গতকাল রাতেই রেলের তরফে বলা হয়েছিল ৫৭ জন যাত্রীকে উদ্ধার করে কোয়েটায় নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে, গতকাল ট্রেনটিকে অপহরণ করে একটি পাহাড়ি টানেলের মধ্য়ে নিয়ে যায় জঙ্গিরা। সেনা অপারেশন শুরু করার পরপরই জঙ্গিরা ছোটছোট দলে বিভক্ত হয়ে যায়। অন্যদিকে, পাকিস্তান সেনার দল বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে পাল্টা হামলা চালায়। এতে আহত হন ১৭ যাত্রী। তাদের তড়িঘিড়ি কাছাকাছি হাসপাতালে ভর্তি করা হয়। এলাকাটি দুর্গম হওয়ার জন্য অপারেশন চালাতে সমস্যা হচ্ছে।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link