জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তর চিনের হেবাই প্রদেশের এক নার্সিংহোমে বিধ্বংসী আগুনে জীবন্ত দগ্ধ হয়ে মারা গেলেন ২০ জন বয়স্ক মানুষ। মঙ্গলবার রাত নটা নাগাদ ওই নার্সিং হোমে আগুন লেগে যায়। সেইসময় নার্সিং হোমে ছিলেন ৩৯ জন। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে দমকল আসার আগেই সবকিছু ঘটে যায়।
পুলিস সূত্রে খবর, চিকিত্সার জন্য নার্সিং হোমে ভর্তি হয়ে ছিলেন ১৯ জন। ছিলেন আগে থেকে ভর্তি রোগীরাও। মঙ্গলবার রাত ১১টা নাগাদ প্রায় ২ ঘণ্টার চেষ্টায় দমকল আগুন আয়ত্বে আনে। কিন্তু প্রশ্ন উঠছে আগুন লেগে যাওয়ার পর নার্সিং হোম থেকে রোগীদের বের করা গেল না কেন। নার্সিং হোমের ইনচার্জকে গ্রেফতার করেছে পুলিস। ফরেন্সিক টিম আগুন লাগার কারণ খুঁজতে তদন্ত চালাচ্ছে।
আরও পড়ুন-ভয়ংকর! রাস্তায় এ কী? পথচলতি মানুষের গলা কাঠ, হাড়হিম…
সাউথ চায়না মর্নিং পোস্ট জিম নিউজকে উদ্ধৃত করে জানাচ্ছে আগুন লাগার সময় নার্সিং হোমে ছিলেন ২৬০ জন। এদের মধ্যে ৯৮ জন ছিলেন সম্পূর্ণভাবে শারীরিকভাবে সক্ষম। ৮৪ জন আংশিক সক্ষম। বাকী ৭৮ জন নিজের হাঁটাচলা করতে পারতেন। এরা সবাই বৃদ্ধ। নার্সিংহোম হলেও সেটি ছিল আসলে বৃদ্ধদের কেয়ার সেন্টার। সেখানে তাদের খাওয়া দাওয়া, পরিচর্জা ও চিকিত্সার ব্য়বস্থা করা হত।
আরও পড়ুন-জেলায় জেলায় ধুন্ধুমার, চাকরিহারাদের বিক্ষোভে তোলপাড় ডিআই অফিস
উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারিতে দক্ষিণ চিনের জিয়ানজি প্রদেশের জিনজু সিটিতে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতে মৃত্যু হয় ৩৯ জনের। ওই ঘটনায় ৫০ জন সরকারি কর্মীকে শাস্তি দেওয়া হয়। ওই অগ্নিকাণ্ডের তদন্তে দেখা যায় বেসমেন্টের কোল্ড স্টোরেজ ফেসিলিটি থেকে আগুন লাগে। এতে ক্ষতি হয় কমপক্ষে ৫০ লক্ষ ডলারের।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)