জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেঘভাঙা বৃষ্টি আর হরপা বানে বিধ্বস্ত হিমাচলপ্রদেশ। তছনছ মান্ডি জেলা। এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ১০ জনের মৃত্যু হয়েছে। ৩৪ জন নিখোঁজ। বহু রাস্তা ভেঙে নেমে গিয়েছে খাদে। যোগাযোগ বিচ্ছিন্ন মান্ডি-সহ বহু এলাকা।
মঙ্গলবার ভয়ংকর বিপর্যয়ের সম্মুখীন হয় হিমাচল প্রদেশ। রাজ্য়ের ১১ জায়গা ভেসে গিয়েছে মেঘভাঙা বৃষ্টিতে, হড়পা বানে ধুয়ে গিয়েছে চারটি জায়গা। অন্যদিকে, বিশাল ধস নেমেছে একটি জায়গায়। ফলে একদিকে যেমন বান অন্যদিকে তেমনি প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। ওইসব প্রাকৃতিক দুর্যোগের বেশিরভাগটাই হয়েছে মান্ডি জেলায়। একদিনে মান্ডিতে বৃষ্টি হয়েছে ২৫৩ মিমি।
পরিস্থিতির কথা মাথায় রেখে উদ্ধারকার্য নেমেছে রাজ্য প্রশাসন। রাজ্যের গোহর, কারসগ ও থুনাগে দুটি করে এনডিআরএফ ও এসডিআরএফের টিম নামানো হয়েছে। গত ৩২ ঘণ্টা মান্ডি জেলা থেকে ৩১৬ জনকে উদ্ধার করা হয়েছে। সবেমিলিয়ে রাজ্যে উদ্ধার ৩৩২ জন। বহু জায়গায় আটকে রয়েছেন বিভিন্ন রাজ্যের পর্যটকরা।
আরও পড়ুন-টিকিট বুকিং থেকে খাবারের অর্ডার, রেল যাত্রীদের জন্য চালু হল নতুন অ্যাপ RailOne
আরও পড়ুন- বঙ্গ বিজেপির নতুন সভাপতি হচ্ছেন শমীক ভট্টাচার্য, ছাব্বিশের ভোটের আগে বড় দায়িত্বে…
রাজ্য সরকারের হিসেব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ১২টি পশু খামার, একটি সেতু ও একাধিক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যজুড়ে বন্ধ করে দেওয়া হয়েছে ৪০৬টি রাস্তা। এদের মধ্যে শুধুমাত্র মান্ডিতেই রয়েছে ২৪৮টি রাস্তা। অধিকাংশ জায়গায় বিদ্যুত্ নেই। রাজ্যজুড়ে ৯৯৪টি ট্রান্সফর্মার ক্ষতিগ্রস্থ হয়েছে।
এখনওপর্যন্ত যেসব জেলা থেকে মৃত্যুর খবর আসছে সেগুলি হল গোহারে ৫ জন, ১ জন পুরনো কারসগ বাজার, ১ জন থুনাগে, ১ জন পান্ডবশীলা, ১ জন ধর জোরাল, ১ জন নোরি কোটালায়। মান্ডির জেলা শাসক অপূর্ব দেবগন জানিয়েছেন দিনরাত উদ্ধার কাজ চলছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)