কলকাতা: অসম STF-এর অপারেশন ‘প্রঘাত’, আরও এক জঙ্গি গ্রেফতার (Terrorist Arrest)। ধুবড়ির বান্ধবপাড়া থেকে গ্রেফতার জঙ্গি শাহিনুর ইসলাম। ধৃতের কাছ থেকে উদ্ধার আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, মোবাইল ফোন। উদ্ধার হয়েছে জঙ্গি সংক্রান্ত দুটি বই। এর আগে অসম STF-এর জালে ধরা পড়ে আনসারুল্লা বাংলা টিমের ১০ জঙ্গি।
একের পর এক জঙ্গি গ্রেফতারের ঘটনায় ক্রমেই বাড়ছে উদ্বেগ। শুক্রবার, অসম STF-এর অভিযানে, গ্রেফতার হল আরও এক জঙ্গি। অসমের ধুবড়ির বান্ধবপাড়া থেকে শাহিনুর ইসলাম নামে এই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে অসম STF-এর অপারেশন ‘প্রঘাতে’ গ্রেফতার হল মোট ১১ জঙ্গি। জঙ্গিগোষ্ঠী আল কায়দার শাখা সংগঠন আনসারুল্লা বাংলা টিম দেশে নাশকতার ছক কষছে। গোপন সূত্রে এই খবর পেয়ে, শুরু করে অসম পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ১৭ ও ১৮ ডিসেম্বর, দু’দিনের অভিযানে অসম, কেরল এবং পশ্চিমবঙ্গ থেকে ৮ জঙ্গিকে গ্রেফতার করে তারা। অসম STF সূত্রে খবর, ধৃতদের মধ্য়ে কোকরাঝাড়ের বাসিন্দা নুর ইসলাম মণ্ডল নামে এক জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে ২৫ ডিসেম্বর খোঁজ মেলে আবদুল জাহির শেখ ও সাবির মৃধা নামে আরও ২ জঙ্গির। এবার অসম থেকেই খোঁজ মিলল আরও এক জঙ্গির। অসম STF সূত্রে খবর, শাহিনুর ইসলাম নামে ধৃত এই জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি বই, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, মোবাইল ফোন। প্রশ্ন হচ্ছে, জঙ্গিদের এই নেটওয়ার্ক কতদূর ছড়িয়ে? এরকম আরও কত জঙ্গি কোথায় লুকিয়ে রয়েছে? কী ছক কষছে তারা? এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন গোয়েন্দারা।
গত সপ্তাহে বাংলা, কেরল ও অসমে অভিযান চালিয়ে আনসারুল্লা বাংলা টিমের ৮ জন জঙ্গিকে গ্রেফতার করেছে অসম পুলিশের STF। বড়দিনের আগে পাকড়াও করা হয়েছে এই জঙ্গি সংগঠনের আরও ২ সদস্যকে, যাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র, বিস্ফোরক ও বিস্ফোরক তৈরির সামগ্রী। এই প্রেক্ষাপটে এবার জঙ্গি-তদন্তে অসমে পৌঁছল রাজ্যের গোয়েন্দারা। অসমের কোকড়াঝাড়ে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অস্ত্র কোথায় নাশকতার জন্য মজুত করা হয়েছিল? ধৃত আনসারুল্লা বাংলা টিমের জঙ্গিদের টার্গেট কি ছিল পশ্চিমবঙ্গ? অসম পুলিশের সঙ্গে তদন্ত শুরু করল রাজ্য পুলিশের STF।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Fraud Case: অভিষেকের নাম করে তোলাবাজির চেষ্টার অভিযোগ, পুলিশের জালে তিন
আরও দেখুন