NOW READING:
R Ashwin | Champions Trophy 2025: ‘রোহিত-বিরাটের…’! তারকা পুজোর চরম বিরোধিতায় অশ্বিন, নাম ধরে ধরে বোমাবর্ষণ…
February 16, 2025

R Ashwin | Champions Trophy 2025: ‘রোহিত-বিরাটের…’! তারকা পুজোর চরম বিরোধিতায় অশ্বিন, নাম ধরে ধরে বোমাবর্ষণ…

R Ashwin | Champions Trophy 2025: ‘রোহিত-বিরাটের…’! তারকা পুজোর চরম বিরোধিতায় অশ্বিন, নাম ধরে ধরে বোমাবর্ষণ…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৩৮ বছরে ‘সাইন অফ’ করেছেন রবিচন্দ্রন অশ্বিন (R Ashwin Retires)। আচমকাই মহারথীর অবসরের সিদ্ধান্তে অনেকেই চমকে গিয়েছিলেন। গতবছর ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের মাঝপথেই, ভারতীয় ক্রিকেটের ‘আন্না’ জানিয়ে ছিলেন যে, তাঁকে আন্তর্জাতিক ক্রিকেটের আর কোনও ফরম্যাটেই দেখা যাবে না। অশ্বিন যখন চুটিয়ে খেলেছেন তখনও চালিয়ে ব্যাট করেছেন। আর এখন তো তিনি অস্তাচলে। ফলে আর রেয়াত করার কোনও প্রশ্নই নেই। এবার ভারতীয় ক্রিকেটে তারকা পুজোর চরম বিরোধিতা কিংবদন্তি স্পিনার। একেবারে নাম ধরে ধরে বোমাবর্ষণ করলেন…

আরও পড়ুন:  বাংলাদেশ-পাকিস্তানকে হারালেই ইতিহাস! রোহিতরা করতে পারেন অকল্পনীয় বিশ্বরেকর্ড

অশ্বিন তাঁর হিন্দি ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কি বাত’-এ একেবারে ধুয়ে কাপড় পড়িয়ে দিয়েছেন। তারকা পুজোর প্রসঙ্গে বলেন, ‘ভারতীয় ক্রিকেটে এই পরিস্থিতি স্বাভাবিক করা গুরুত্বপূর্ণ। দলের মধ্যে এই সুপারস্টারডম এবং সুপার সেলিব্রিটি বিষয়গুলি একদমই উৎসাহিত করা উচিত নয়। ভবিষ্যতে এগিয়ে যেতে গেলে এই সব জিনিস স্বাভাবিক করতেই হবে। দেখুন আমরা ক্রিকেটার, কোনও অভিনেতা বা সুপারস্টার নই, আমরা ক্রীড়াবিদ, আমাদের এমন একজন হতে হবে, যার সঙ্গে সাধারণ মানুষ নিজেদের মেলাতে পারবে এবং নিজেদের তুলনা টানতে পারবে। ধরা যাক আপনি রোহিত শর্মা বা বিরাট কোহলি, যারা জীবনে অনেক কিছু অর্জন করেছে। তারা আর একটি সেঞ্চুরি করলে, তা কখনই অর্জনের বিষয় নয়। এটা স্বাভাবিক হওয়া উচিত। আমাদের লক্ষ্য এই অর্জনের চেয়ে বড় হওয়া উচিত।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছেন রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ শামি, অর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা ও বরুণ চক্রবর্তী।

১৫ জনের টিমে পাঁচ স্পিনার-কুলদীপ, জাদেজা, অক্ষর, ওয়াশিংটন ও বরুণ। অশ্বিন পাঁচ স্পিনার নিয়েও প্রশ্ন তুলেছেন? তিনি বলেন, ‘দুবাইতে পাঁচজন স্পিনার? আমি জানি না। আমার মনে হয় আমাদের এক স্পিনারই অনেক বেশি, যদি দু’জন না হয়। হার্দিক পান্ডিয়ার পাশাপাশি দুই বাঁ-হাতি স্পিনার আপনার সেরা অলরাউন্ডার। অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা দু’জনেই খেলবে। হার্দিকও খেলবে এবং কুলদীপও খেলবে। যদি আপনি বরুণ চক্রবর্তীকে দলে চান, তাহলে আপনাকে একজন পেসারকে বাইরে রেখে হার্দিককে আপনার দ্বিতীয় পেসার হিসেবে ব্যবহার করতে হবে। অন্যথায় আপনাকে একজন স্পিনারকে বাদ দিয়ে তৃতীয় পেসার আনতে হবে।’

আগামী ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অভিযান শুরু বাংলাদেশের বিরুদ্ধে। এরপর ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান মহারণ। গ্রুপের শেষ ম্যাচ ২ মার্চ নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে। 

আরও পড়ুন: ভুলুন ফ্রি-তে IPL ! ৩ মাসের সাবস্ক্রিপশন বাধ্যতামূলক, বিজ্ঞাপন ছাড়া দেখার খরচ কত?

 

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link