# Tags
#Blog

Asha Bhonsle: ৯১ বছর বয়সেও ‘আশা’ ম্যাজিক অব্যাহত! মঞ্চে ভিকি কৌশলের ‘তওবা তওবা’র হুকস্টেপে মাতলেন কিংবদন্তি…

Asha Bhonsle: ৯১ বছর বয়সেও ‘আশা’ ম্যাজিক অব্যাহত! মঞ্চে ভিকি কৌশলের ‘তওবা তওবা’র হুকস্টেপে মাতলেন কিংবদন্তি…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৯১ বছর বয়সেও স্টেজ শো করছেন আশ ভোঁসলে (Asha Bhonsle)। এই বয়সে মঞ্চে দাঁড়িয়ে গান গাওয়ার কথাই যেখানে ভাবতে পারেন না শিল্পীরা। সেখানে শুধু গান নয়, গানের সঙ্গে নাচলেনও বর্ষীয়ান গায়িকা। যা দেখে অবাক গোটা বিশ্ব। 

আরও পড়ুন- TV Actress Hospitalised: ছুটি কাটাতে গিয়ে বিপত্তি! হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীর…

রবিবার দুবাইয়ের একটি শোতে ভিকি কৌশলের (Vicky Kaushal) ব্যাড নিউজ ছবির হিট গান তওবা তওবা (Tauba Tauba) গাইছিলেন আশা ভোঁসলে। হঠাত্‍ই মঞ্চে এই গানের হুকস্টেপ করলেন আশা ভোঁসলে। বয়স যতই বাড়ুক, তিনি যে একইরকমের মর্ডান ও ট্রেন্ডি, সে কথাই যেন ফের প্রমাণ করলেন আশা ভোঁসলে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আশার সেই ভিডিয়ো ভাইরাল। 

সোমবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে আশা ভোঁসলে একটি কনসার্টে দাঁড়িয়ে গাইছেন তওবা তওবা। ব্যাড নিউজ ছবির এই গান ২০২৪ সালের অন্যতম হিট। গানটি গেয়েছেন করণ আঁজলা। সাদা শাড়িতে সিগনেচার স্টাইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কনসার্ট মাতিয়ে রেখেছেন লিভিং লেজেন্ড আশা ভোঁসলে। হঠাত্‍ই গানের পাশাপাশিই গানটির হুকস্টেপে দুলে ওঠেন সংগীতশিল্পী। রীতিমতো উচ্ছ্বাসে ফেটে পড়ে দর্শকরা। সেই ভিডিয়োতে মুগ্ধ নেটপাড়াও। 

আরও পড়ুন- Pandit Kanan: পন্ডিত এ কানন এবং বিদূষী মালবিকা কানন এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন সুরমূর্চ্ছনার

করণ আঁজলা এদিন এই ভিডিয়ো তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে লেখেন, ‘সঙ্গীতের জীবিত ঈশ্বর আশা ভোঁসলেজি তওবা তওবা গাইলেন। এই গানটি এমন একজন লিখেছেন, যার কোনও সঙ্গীতের ব্যাকগ্রাউন্ড নেই, সঙ্গীতের কোনও যন্ত্রের জ্ঞান নেই। এমন একজন সুর দিয়েছে যার কোনও বাদ্যযন্ত্র বাজানোর অভিজ্ঞতা নেই। এই গানটা প্রচুর ভালোবাসা পেয়েছে, স্বীকৃতি পেয়েছে ভক্তদের মধ্যে তো বটেই, সঙ্গীতশিল্পীদের মধ্যেও। কিন্তু এই মুহূর্তটা সত্যিই আইকনিক। আর আমি কখনই ভুলব না। আমি খুব কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। এটা আমায় সত্যিই অনুপ্রেরণা জোগাল আরও এমন গান বানানোর জন্য।’

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal