NOW READING:
দিল্লির ঘটনার পরেও নড়েনি টনক, আসানসোলে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি
February 16, 2025

দিল্লির ঘটনার পরেও নড়েনি টনক, আসানসোলে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি

দিল্লির ঘটনার পরেও নড়েনি টনক, আসানসোলে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি
Listen to this article


Delhi News: নয়াদিল্লি স্টেশনে হুড়োহুড়িতে পদপিষ্টে ১৮ জনের মৃত্যুর পরেও টনক নড়েনি রেলের । এবার আসানসোল স্টেশনে হুড়োহুড়ি রেল যাত্রীদের । কুম্ভমেলা যেতে ট্রেনে উঠতে রেল যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি । আসানসোলে মুম্বই মেল ভায়া প্রয়াগরাজগামী ট্রেন আসতেই যাত্রীদের মধ্যে বিশৃঙ্খলা । কেন নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকবে না রেলের ? ফের উঠছে প্রশ্ন । নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টে মৃত্যুর পরেও শিক্ষা নেবে না রেল ? উঠছে প্রশ্ন। 

 

EM বাইপাসের ওপর অভিজাত আবাসনের পানীয় জলে মিলল ই-কোলাই ব্য়াক্টেরিয়া

পঞ্চসায়রে EM বাইপাসের ওপর অভিজাত উপহার আবাসনের পানীয় জলে মিলল ই-কোলাই ব্য়াক্টেরিয়া। যা শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে। আবাসিকদের বক্তব্য়, বাসিন্দাদের মধ্য়ে কয়েকজনের পেটের সংক্রমণ হয়। এরপরই জলের নমুনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন তারা। তারপরই এই ভয়ঙ্কর তথ্য় সামনে আসে।



Source link