Delhi News: নয়াদিল্লি স্টেশনে হুড়োহুড়িতে পদপিষ্টে ১৮ জনের মৃত্যুর পরেও টনক নড়েনি রেলের । এবার আসানসোল স্টেশনে হুড়োহুড়ি রেল যাত্রীদের । কুম্ভমেলা যেতে ট্রেনে উঠতে রেল যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি । আসানসোলে মুম্বই মেল ভায়া প্রয়াগরাজগামী ট্রেন আসতেই যাত্রীদের মধ্যে বিশৃঙ্খলা । কেন নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকবে না রেলের ? ফের উঠছে প্রশ্ন । নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টে মৃত্যুর পরেও শিক্ষা নেবে না রেল ? উঠছে প্রশ্ন।
EM বাইপাসের ওপর অভিজাত আবাসনের পানীয় জলে মিলল ই-কোলাই ব্য়াক্টেরিয়া
পঞ্চসায়রে EM বাইপাসের ওপর অভিজাত উপহার আবাসনের পানীয় জলে মিলল ই-কোলাই ব্য়াক্টেরিয়া। যা শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে। আবাসিকদের বক্তব্য়, বাসিন্দাদের মধ্য়ে কয়েকজনের পেটের সংক্রমণ হয়। এরপরই জলের নমুনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন তারা। তারপরই এই ভয়ঙ্কর তথ্য় সামনে আসে।
+ There are no comments
Add yours