Delhi Assembly Election Result 2025: ‘আপে’র নক্ষত্রপতন! নয়াদিল্লি আসনে ধরাশায়ী অরবিন্দ কেজরিওয়াল…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জেল থেকে ছাড়া পেয়ে ঘোষণা করেছিলেন, ভোটে জিতেই তিনি বিধানসভায় ঢুকবেন। অতিসি মার্লনকে রাজপাট সামলানোর ভার দিয়ে তিনি এতদিন ছিলেন আড়ালে। এবার ভোটের লড়াইয়ে একেবারেই পেছনে চলে গেলেন আম আদমি পার্টির জায়ীয় আহ্বায়ক অরবিন্দ কেজিরওয়াল। দিল্লি বিধানসভা ভোটে নয়া দিল্লি আসন থেকে পরাজিত কেজরি।
আরও পড়ুন-একধাক্কায় ছাঁটাই ৭০০, ইনফোসিসের বিরুদ্ধে সরকারের দ্বারস্থ কর্মীরা…
নয়াদিল্লি আসনে অরবিন্দ কেজরিওয়াল পরাজিত হলেন বিজেপি প্রার্থী প্রবেশ ভার্মার কাছে। রাজনীতিক মহলে ইতিমধ্যেই বলা শুরু হয়ে গিয়েছে কংগ্রেস প্রার্থী সন্দীপ দীক্ষিত ভোট কাটতেই ধরাশায়ী কেজরি। ২০১৩ সাল থেকে ওই আসনে জয়ী হয়ে আসছেন কেজরি। ওই বছর তিনি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে হারিয়ে ক্ষমতায় এসেছিলেন। এবার সেই শীলার ছেলের ভোট কাটাতেই ভরাডুবি হল কেজরির। আর যে প্রবেশ ভার্মার কাছে কেজরি হেরেছেন তিনিও দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে।
প্রবেশ ভার্মার জয়ের পর তাঁর দিদি ও বিজেপি নেত্রী রচনা সিন্ধু বলেন, নয়াদিল্লি আসনে ভোটাররা, বিশেষ করে মহিলা ভোটাররা প্রবেশের উপরে ভরসা করেছেন। খুব ভালো লাগছে। মানুষেক দ্বারে দ্বারে গিয়েছি। মানুষকে বুঝিয়েছি। দিল্লির মহিলার নিরাপদ নন। তাই এবার তাঁরা বিজেপির উপরেই ভরসা করেছেন।
সবিস্তারে আসছে….
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)