Kashmir: কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলি লড়াইয়ে শহিদ সেনা-অফিসার, আহত ৩ জওয়ান..
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তপ্ত কাশ্মীর। কিস্তওয়ারে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হলেন এক সেনা অফিসার। আহত ৩ জওয়ান।
আরও পড়ুন: Himalayan Lake: হিমালয়ে ফুঁসছে ভয়ংকর এই বিপদ, খাদের কিনারায় বহু মানুষের প্রাণ
স্থানীয় সূত্রে খবর, ৮ নভেম্বর কিস্তওয়ারের চাস এলাকায় খুন হয়েছিলেন গ্রামসুরক্ষা বাহিনীর দুই জওয়ান। তারপর বৃহস্পতিবার থেকে ওই এলাকায় জঙ্গির বিরুদ্ধে অভিযানে নামে নিরাপত্তাবাহিনী। গোপন সূত্রে খবর পেয়ে চাস এলাকার জঙ্গলে যৌথ অভিযান চালায় ভারতীয় সেনা এবং ১১ রাষ্ট্রীয় রাইফেল্স বাহিনী। কবে? আজ, রবিবার সকালে।
এই অভিযানে ফলেই জঙ্গলে আটকে পড়ে জঙ্গিরা। নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু হয়। জঙ্গিদের গুলিতে প্রাণ হারান নায়েব সুবেদার রাকেশ সিং। সংঘর্ষ চলছে শ্রীনগরের হারওয়ান এলাকাতেও। গোপন সূত্রে জঙ্গিদের উপস্থিতি খবর পেয়ে অভিযানে নেমেছে সেনাবাহিনী। তবে এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।
এর আগে, কাশ্মীরে সোনমার্গে সেনাবাহিনীর কনভয়ে হামলা চালিয়েছিল জঙ্গিরা। কনভয়ের একটি গাড়িতে লক্ষ্য রীতিমতো গুলিবৃষ্টি চলে! প্রাণ হারান ২ জওয়ান-সহ ৪ সেনাকর্মী। আহত আরও ৩ জওয়ান। সদ্য উপত্যকায় ভোটপর্ব মিটেছে শান্তিতে। প্রাণ হারালেন ২ জওয়ান-সহ ৪ সেনাকর্মী। আহত আরও ৩ জওয়ান।
আরও পড়ুন: Meerut Dog Murder: চিৎকারে অতিষ্ঠ হয়ে ৫ কুকুরছানাকেই পুড়িয়ে মারল দুই মহিলা…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)