জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল সেনাবাহিনীর এক মেজরের স্ত্রী। সংকটজন তাদের একমাত্র ৩ বছরের কন্যা সন্তান। তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে। দেশের সংকটের সময়ে তড়িঘড়ি দিল্লি ফিরছিলেন তাঁরা। রবিবার পথেই ঘটে গেল ভয়ংকর দুর্ঘটনা।
ভারত-পাক উত্তেজনার জেরে ছুটি বাতিল হয়ে যায় মেজর বিক্রম গুপ্তার। ফলে দ্রুত স্ত্রী বৈশালী বাজপেয়ী ও মেয়ে রেহানাকে নিয়ে রাজস্থানের কোটা থেকে দিল্লি ফিরছিলেন। পথে আলওয়ার জেলায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ৮২ নম্বর কার্লভাটের কাছে তাদের গাড়ির টায়ার ফেটে যায়। গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িটি রাস্তায় উল্টে যায়।
পুলিস সূত্রে খবর, প্রবল ধাক্কায় গাড়ির দরজা খুলে যায়। তার জেরে রাস্তায় আছড়ে পড়েন বৈশালী ও তাঁর সন্তান রোহানা। স্থানীয় মানুষজন তাদের উদ্ধার করে আলওয়ারের একটি হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর বৈশালীকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকেরা। রেহানাকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বৈশালীর দেহের ময়নাতদন্তের পর তা পারিবারের হাতে তুলে দেওয়া হয়।
আরও পড়ুন-‘খুনে’ পরকীয়া! নিজের ১০ বছরের ছেলেকে মেরে পিস পিস করে স্যুটকেসবন্দি করল মা-ই!
আরও পড়ুন-BIG NEWS! দিলীপ ঘোষের বিয়ের পরই ভয়ংকর শোক! স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলের ‘রহস্যমৃত্যু’…
দিল্লির দিলশাদ গার্ডেন এলাকায় থাকতেন মেজর বিক্রম গুপ্তা। ছুটি নিয়ে কোটায় গিয়েছিলেন নিজের পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে। কিন্তু ভারত-পাকিস্তানের সীমান্ত পরিস্থিতি উত্তেজক হয়ে ওঠায় তাঁর ছুটি বাতিল হয়ে যায়। তড়িঘড়ি দিল্লির ফেরার নির্দেশ পান মেজর বিক্রম গুপ্তা। দিল্লি ফেরার পথেই ওই দুর্ঘটনা। এই দুর্ঘটনা দেখিয়ে দিল দু’দেশের মধ্যে অশান্তি বাধলে তাতে একদিকে যেমন দেশের জওয়ানদের প্রাণ যায় তেমনি ক্ষতিগ্রস্থ হন তাদের পরিবারও।
নওগাঁও থানার কনস্টেবল আজহারউদ্দিন বলেন, মেজর বিক্রম পরিবারকে নিয়ে দিল্লি ফিরছিলেন। পথে ৮২ নম্বর সেতুর সামনে তাদের গাড়ির টায়ার ফেটে যায়। গাড়ি রাস্তায় উল্টে যায়। গাড়ির দরজা খুলে মেজরের স্ত্রী ও মেয়ে রাস্তায় পড়ে যায়। মেজরের স্ত্রী বৈশালীকে আলওয়ারে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)