বাবা ক্রিকেটের কিংবদন্তি, নিলামে দলই পেলেন না সচিন পুত্র অর্জুন
জেড্ডা: আইপিএলের (IPL 2025) মঞ্চে সবই সম্ভব। বাবা বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। অথচ ছেলে অর্জুন তেন্ডুলকর দলই পেলেন না আইপিএলে। মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) অর্জুন খেলেছিলেন গত মরশুম পর্যন্ত। ২০২১ সালে নিলাম থেকে বেস প্রাইস ২০ লক্ষ টাকায় অর্জুনকে দলে নিয়েছিল মুম্বই। কিন্তু একেবারেই আইপিএলের মঞ্চে নজর কাড়তে পারেননি বাঁহাতি এই পেসার। এমনকী খুব একটা সুযোগও পাননি তিনি। যদিও প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক ভাবে খেলেন। কিন্তু এবারের নিলামে ব্রাত্যই থেকে গেলেন অর্জুন। বেস প্রাইস রেখেছিলেন ৩০ লক্ষ টাকা। কিন্তু কোনও দলই তাঁকে নিতে আগ্রহ প্রকাশ করেনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭ ম্য়াচে ৩৭ উইকেট ঝুলিতে পুরেছেন অর্জুন তেন্ডুলকর। গড় ছিল ৩৩.৫১। সেরা বোলিং ফিগার ২৫/৫। লিস্ট এ ক্রিকেটে ২১ উইকেট ঝুলিতে পুরেছেন। অন্য়দিকে টি-টোয়েন্টি ক্রিকেটে ঝুলিতে আছে ২৬ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে লোয়ার অর্ডারে নেমে একটি শতরান ও দুটো অর্ধশতরানও হাঁকিয়েছেন। ২০২৩ মরশুমে তিনটি উইকেট মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে নিয়েছিলেন অর্জুন। প্রথম উইকেট ছিল ভুবনেশ্বর কুমারের। এরপরই তাঁকে ২০২৪ মরশুমের জন্য রিটেন করেছিল দল। মোট পাঁচটি ম্য়াচ তিনি আইপিএলে খেলেছেন এখনও পর্যন্ত।
এদিকে, একদিকে কিংবদন্তি সচিন তেন্ডুকরের পুত্র যখন আইপিএলে দলই পেলেন না, সেখানে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে দল পেলেন বৈভব সূর্যবংশী। বিহারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলে ফেলেছে বৈভব। নিলামে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে তার নাম নথিভুক্ত হওয়ার পর থেকেই চর্চা চলছিল। সোমবার, নিলামের দ্বিতীয় দিন নিলামে তোলা হল বিহারের বিস্ময় কিশোরকে। নিলামে যার ন্যূনতম দর ছিল ৩০ লক্ষ টাকা। শুরুতেই তার জন্য দর হাঁকতে শুরু করে রাজস্থান রয়্যালস। লড়াইয়ে যোগ দেয় দিল্লি ক্যাপিটালস।
বৈভবকে পেতে ১ কোটি টাকা পর্যন্ত দর দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। তবে রাজস্থান রয়্যালসও ছিল বদ্ধপরিকর। তারা বৈভবের জন্য ১ কোটি ১০ লক্ষ টাকা দর হাঁকে। আর এগোয়নি দিল্লি। শেষ পর্যন্ত ১ কোটি ১০ লক্ষ টাকা দিয়ে বিহারের কিশোর ব্যাটার বৈভব সূর্যবংশীকে দলে নেয় রাজস্থান রয়্যালস। এবার দ্রাবিড়ের প্রশিক্ষণে স্বপ্নপূরণের সুযোগ পাবে বৈভব।
আরও পড়ুন: নিলামের দ্বিতীয় দিন চমক দেবে কোন দল? কে পাবেন আকাশছোঁয়া দাম? লাইভ আপডেট
আরও দেখুন