নয়াদিল্লি: চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) দলে সুযোগ পাওয়া তো দূর, তার আশেপাশেও নেই অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। সচিনপুত্র মোলিং বোলিং অলরাউন্ডার হিসাবেই পরিচিত। তবে বোলিং নয়, তাঁর ব্যাটিংয়েই বেশি নজর দেওয়া উচিত এবং তাঁর মধ্যে পরবর্তী ‘ক্রিস গেল’ হওয়ার দক্ষতা রয়েছে, এমনই ভবিষ্যদ্বাণী করলেন যোগরাজ সিংহ (Yograj Singh)।
সাম্প্রতিক অতীতে যুবরাজ সিংহের বাবা যোগরাজ সিংহের তত্ত্বাবধানে অনুশীলন সেরেছেন অর্জুন। মুম্বই ছেড়ে ঘরোয়া ক্রিকেটে গোয়ায় দল বদলের সিদ্ধান্ত নেওয়ার পরপরই যোগরাজের কাছে তালিম নিতে যান অর্জুন। সেই যোগরাজই মনে করছেন যে যুবরাজ যদি অর্জুনের দায়িত্ব নিয়ে তাঁকে অনুশীলন করান, তাহলে তিনি পরবর্তী গেল হয়ে উঠতেই পারেন।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে যোগরাজ বলেন, ‘অর্জুনের ক্ষেত্রে আমি বলব যে ওর বোলিংয়ে কম মন দিয়ে বরং ব্যাটিংয়ে বেশি মনোনিবেশ করা উচিত। যুবরাজ আর সচিনের সম্পর্ক অত্যন্ত মিষ্টিমধুর। যুবরাজ যদি সচিনের ছেলেকে তিন মাসের জন্য নিজের তত্ত্বাবধানে পায় আমি বাজি ধরতে পারি যে ও তাহলে পরবর্তী ক্রিস গেল হয়ে উঠবে। ফাস্ট বোলারদের স্ট্রেস ফ্র্যাকচার হলে অনেকসময়ই তারা আর গতিতে বল করতে পারে না। আমার মনে হয় অর্জুনকে কিছু সময়ের জন্য যুবরাজের কাছে ছেড়ে দেওয়া উচিত।’
দিনকয়েক আগেই যোগরাজ আরেক সাক্ষাৎকারে দাবি করেছিলেন যে জাতীয় দলের তরুণ তুর্কি অভিষেক শর্মাকেও প্রথমে বোলার হিসাবে মূলত গণ্য করা হত। তবে যুবরাজ সেই ধারণা বদলে অভিষেকের মধ্যেকার ব্যাটিং প্রতিভাকে চিহ্নিত করেন। ‘আমরা যখন পিসিএ আধিকারিক ও কোচেদের থেকে অভিষেক শর্মার পারফরম্যান্সের লিস্ট চাই, তখন ওরা কী বলেছিল জানেন? ওরা বলে যে ও তো বোলার। যুবি বলে যে একবার ওর পারফরম্যান্স তো দেখ। আমরা যখন ওর রেকর্ড দেখি, তখন দেখি অভিষেকের ২৪টা শতরান রয়েছে। যুবি তখন ওই পরিসংখ্যান দেখেই বলে উঠে যে ভুলভাল তথ্য় দিও না। ও তো ২৪টি শতরান করেছে। এটা ছয়, সাত বছর আগের খবর। কিছু কিছু লোকজন রয়েছে যারা জ্বলনের থেকে নিজের কেরিয়ার তৈরির বদলে অন্যজনের কেরিয়ার শেষ করায় বেশি আগ্রহী হয়।’ দাবি করেছিলেন যোগরাজ।
বর্তমানে ভারতীয় দলের অঙ্গ অভিষেক। ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে জাতীয় দলের শতরানও হাঁকিয়ে ফেলেছেন তিনি। এবার দেখার অর্জুন যুবরাজের অধীনে অনুশীলন আদৌ করেন কি না এবং করলেও কতটা সাফল্য পান।
আরও দেখুন