কলকাতা: অর্জুন সিংহের বাড়িতে বোমাবাজির ঘটনায় রাজ্যকে রিপোর্ট দিতে নির্দেশ। NIA আইনের ৬ নম্বর ধারা মেনে রিপোর্ট কেন্দ্রকে দেওয়া হয়েছে কিনা জানাতে নির্দেশ। নির্দেশ দিলেন বিচারপতি শম্পা পাল। বাড়ির এলাকার সব সিসিটিভি ফুটেজ সংরক্ষণের জন্যও নির্দেশ রাজ্যকে। অর্জুন সিংহের বাড়িতে বোমা মারার আভিযোগের তদন্ত NIA-কে দেওয়ার আবেদনের প্রেক্ষিতে নির্দেশ। গত ৪ অক্টোবর প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিংহের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ ওঠে।
ঠিক কী হয়েছিল ?
সম্প্রতি ফের উত্তপ্ত হয় জগদ্দল, অর্জুন সিংহ-র বাড়ির সামনে বোমাবাজি। বাড়ি লক্ষ্য করে গুলিও চালানোর অভিযোগ তুলেছিলেন প্রাক্তন সাংসদ। এরপরেই গুলি চলার অভিযোগ খতিয়ে দেখা শুরু করে পুলিশ । তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ অর্জুন সিংহ-র। ‘মজদুর ভবন লক্ষ্য করে বোমা-গুলি-ইটবৃষ্টি। পুলিশের সামনেই কমপক্ষে ২০-২৫টা বোমা পড়ে। পুলিশের সামনেই মজদুর ভবন লক্ষ্য করে গুলি, অভিযোগ অর্জুনের । যদিও অভিযোগ উড়িয়েছিলেন সোমনাথ শ্যাম। ‘সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, দাবি জগদ্দলের বিধায়কের।
‘সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, দাবি জগদ্দলের বিধায়কের
প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ। জগদ্দলের মেঘনা মোড় সংলগ্ন মজদুর ভবন লক্ষ্য করে ইট বৃষ্টি হয় বলেও দাবি প্রাক্তন সাংসদের। বোমার আঘাতে জখম হয়েছেন বলেও দাবি তাঁর। অভিযুক্ত ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনীতা সিংয়ের ছেলে নমিত সিংয়ের অনুগামীরা। অভিযোগ অস্বীকার করেছে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম।
অর্জুন সিংয়ের বাড়িতে হামলার অভিযোগে সরব হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
অর্জুন সিংয়ের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ করেছেন তিনি। বোমাবাজির অভিযোগ মানলেও গুলি চালনার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। অর্জুনের বাড়ির সামনে রয়েছে র্যাফ ও বিশাল পুলিশ বাহিনী। অর্জুন সিংয়ের বাড়িতে হামলার অভিযোগে সরব হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। সেই পোস্টে ট্যাগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্য পুলিশের ডিজিকে।
আরও পড়ুন, নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল তাঁর, জীবনকৃষ্ণকে ‘বাদ’ দিয়েই ইউসুফদের বিজয়া সম্মেলনী ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন