NOW READING:
জগদ্দলে গুলি-বোমাকাণ্ডে পাঁচটা নোটিসের পরও গরহাজির, এবার অর্জুনের বিরুদ্ধে চরম পদক্ষেপ
April 2, 2025

জগদ্দলে গুলি-বোমাকাণ্ডে পাঁচটা নোটিসের পরও গরহাজির, এবার অর্জুনের বিরুদ্ধে চরম পদক্ষেপ

জগদ্দলে গুলি-বোমাকাণ্ডে পাঁচটা নোটিসের পরও গরহাজির, এবার অর্জুনের বিরুদ্ধে চরম পদক্ষেপ
Listen to this article


কলকাতা: পাঁচ পাঁচটা নোটিসেও গরহাজির থাকার পর এবার, জগদ্দলে মেঘনা জুটমিলের কাছে গুলি চালানোর অভিযোগে, বিজেপি নেতা অর্জুন সিংহয়ের (Arjun Singh Arrest Warrant)  বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ব্যারাকপুর মহকুমা আদালত। গোটা ঘটনায় তরজা শুরু রাজনৈতিক মহলেও।

এবার অর্জুনের বিরুদ্ধে চরম পদক্ষেপ: জগদ্দলে গুলি-বোমাকাণ্ডে বিজেপি নেতা অর্জুন সিংকে পাঁচ-পাঁচটা নোটিস দিয়েছিল পুলিশ। কিন্তু, তাতে হাজিরা দেননি ব্য়ারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ। এবার অর্জুন সিংহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ব্যারাকপুর মহকুমা আদালত। আদালত সূত্রে খবর, গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যেই দুজনের গোপন জবানবন্দি আদালতে জমা পড়েছে। মঙ্গলবার অর্জুন সিংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানান তদন্তকারী অফিসারেরা। সেই আবেদন মঞ্জুর হয়। অর্জুন সিংহ বলেন, “নীচু তলার বিচারব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে আইনবিভাগ। যেখানে সরাসরি দেখা যাচ্ছে তৃণমূলের গুন্ডারা পিস্তল নিয়ে সেখানে আমার নামে পরোয়ানা ইস্যু হচ্ছে। অথচ, হাইকোর্টে আমার মামলা পেন্ডিং আছে। আমি তো হাইকোর্টে আছি ইতিমধ্যেই।”

গত বুধবার ভাটপাড়ায় অর্জুন সিংয়ের বাড়ির সামনে প্রথমে গুলি চলে। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের ঘটে যায় বোমাবাজির ঘটনা। গুলিবিদ্ধ তৃণমূলকর্মী দাবি করেন, গুলি চালিয়েছেন অর্জুন সিং। পাল্টা অর্জুনও চ্য়ালেঞ্জ ছোড়েন, তাঁর গুলি চালানোর ফুটেজ থাকলে সামনে আনা হোক। বিজেপি নেতা বলেন, “আমি চ্যালেঞ্জ করছি পুলিশ প্রশাসনকে, ওখানে খুব কম হলে ১০-১২টা CCTV ক্যামেরা আছে পুলিশের। বের করে দেখিয়ে দিক যে, অর্জুন সিংহ গুলি চালিয়েছে বা অর্জুন সিংহের সঙ্গে যারা সিকিওরিটির লোকেরা ছিল বা যারা অর্জুন সিংহর সঙ্গে ওখানে ছিল, তারা কেউ গুলি চালিয়েছে।”

এই মামলায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে FIR হয়। অর্জুন সিংকে নোটিস দেয় পুলিশ। অন্য়দিকে, পুলিশের বিরুদ্ধেই হেনস্থার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। মঙ্গলবার সেই মামলার শুনানি থাকলেও, আইনজীবীদের কর্মবিরতিতে সেই মামলার শুনানি হয়নি। এর মধ্য়ে এবার অর্জুন সিংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ব্য়ারাকপুর মহকুমা আদালত। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, “আজকে বিকাশ বোসের মৃত্যুদিবস। আগের বছর আমি বলেছিলাম অর্জুন সিংকে গ্রেফতার করাবই। আজকে গ্রেফতারি পরোয়ানা বেরিয়ে, ওঁকে(বিকাশ বসু) শ্রদ্ধাঞ্জলি দেওয়া হল। উনি(অর্জুন সিং) লক্ষ্য করেছিলেন ফিরোজকে এবং নমিতকে সেদিনকে খুন করার। যেহেতু ওঁরা ওখান থেকে সরে যায়। তাই উনি ওটা করতে পারেননি।” পুলিশ সূত্রে দাবি, জগদ্দলে অশান্তির সময় লাইসেন্সড আগ্নেয়াস্ত্র নিয়ে ঘটনাস্থলে থাকার কথা স্বীকার করেছেন অর্জুন সিং। তবে তা ব্যবহার করেননি বলে দাবি করেন তিনি।

আরও দেখুন



Source link