NOW READING:
AR Rahman: ‘নিজের চরকার তেল দিন, অযথা মানসম্মান নষ্ট করবেন না’, মোহিনী বিতর্কে চটলেন রহমান কন্যা-পুত্র…
November 23, 2024

AR Rahman: ‘নিজের চরকার তেল দিন, অযথা মানসম্মান নষ্ট করবেন না’, মোহিনী বিতর্কে চটলেন রহমান কন্যা-পুত্র…

AR Rahman: ‘নিজের চরকার তেল দিন, অযথা মানসম্মান নষ্ট করবেন না’, মোহিনী বিতর্কে চটলেন রহমান কন্যা-পুত্র…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সুরকার এ আর রহমান ও সায়রা বানুর বিচ্ছেদ ঘোষণার কয়েকঘণ্টার মধ্যেই স্বামীর সঙ্গে সেপারেশন ঘোষণা করেন বেসিস্ট মোহিনী দে। এরপরই পরকীয়ার গুঞ্জন ওঠে রহমান ও মোহিনীকে নিয়ে। সায়রার সঙ্গে বিবাহ বিচ্ছেদের নেপথ্যে কারণ হিসাবে দেখানো হয় মোহিনীকে। বঙ্গ তনয়ার জন্যই নাকি সম্পর্কে ফাটল ধরল রহমান ও সায়রার। আর এতেই চটলেন রহমান পুত্র ও কন্যারা। 

আরও পড়ুন, Mohini Dey: রহমানের সংসার ভেঙেছেন তিনি! মারাত্মক আবেদনময়ী, গুণী এই বং-গার্ল মোহিনী দে কে?

এ আর রহমান ও সায়রা বানুর তিন সন্তান। দুই মেয়ে খাতিজ়া, রহিমা এবং এক ছেলে আমিন। খাতিজ়া বরাবরই প্রচারের আলো থেকে দূরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমিন অবশ্য সর্ব ক্ষণ বাবার পাশে পাশে। মেয়ে রহিমা ইনস্টাগ্রামে সদ্য পোস্ট করেছেন, ‘সবসময় মনে রাখবেন, গুজবের জন্ম দেয় নিন্দকেরা। ছড়িয়ে দেয় বোকারা। সেটা বিশ্বাস করে নির্বোধরা।’ 

আমিন তাঁর পোস্টে লেখেন, ‘আমার বাবা একজন ঐতিহ্যশালী শিল্পী। শুধুই নিজের কাজের জন্য নয়। তাঁর মূল্যবোধের জন্যও তিনি মানুষের ভালবাসা ও সম্মান অর্জন করেছেন। তাই এই ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়ছে দেখে সত্যিই খুব খারাপ লাগছে। আমাদের সত্যি কথার সম্মান করা উচিত আর অন্য় কারও জীবন নিয়ে কথা বলার আগে ভেবে দেখা উচিত। দয়া করে ভুয়ো খবর ছড়াবেন না।’ 

আরও পড়ুন, AR Rahman Divorce: রহমান-সায়রার বিচ্ছেদের নেপথ্যে বাঙালি কন্যে মোহিনী! গুঞ্জনে মুখ খুললেন আইনজীবী…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link