NOW READING:
Apu Biswas: পরীমনির পর অপু বিশ্বাস! বদলের বাংলাদেশে রেস্তরাঁ উদ্বোধনে বাধা অভিনেত্রীকে…
January 30, 2025

Apu Biswas: পরীমনির পর অপু বিশ্বাস! বদলের বাংলাদেশে রেস্তরাঁ উদ্বোধনে বাধা অভিনেত্রীকে…

Apu Biswas: পরীমনির পর অপু বিশ্বাস! বদলের বাংলাদেশে রেস্তরাঁ উদ্বোধনে বাধা অভিনেত্রীকে…
Listen to this article


সেলিম রেজা, ঢাকা: বদলের বাংলাদেশে চিত্রনায়িকা মেহজাবীন চৌধুরী, পরীমনির পর এবার স্থানীয় মুসল্লিদের বাধার মুখে পড়েছেন অভিনেত্রী অপু বিশ্বাস। রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরে ‘সোনার থালা’ নামের একটি রেস্টুরেন্ট উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ঢাকাই ছবির অন্যতম জনপ্রিয় এই নায়িকার। তবে স্থানীয় মুসল্লিরা বিষয়টি জানতে পেরে সংগঠিত হয়ে ঢাকার কামরাঙ্গীচর থানায় গিয়ে অভিযোগ জানান।

আরও পড়ুন, Jeetu Kamal: নবনীতা অতীত! ‘৬ বছর পর ফের প্রেমে পড়েছি’, আবারও অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জীতু?

থানায় অভিযোগ করার পর উপস্থিত মুসল্লিদের কয়েকজন সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো প্রকাশ করেন। সেখানে একজন অভিযোগের বিষয়টি তুলে ধরে বলেন, ‘অপু বিশ্বাসকে এনে উদ্বোধন করার উদ্যোগ নিয়েছে জানার পর মুসল্লি জনতা খেপে উঠেছে। আমরা প্রশাসনের কাছে এসেছি। বলেছি, এই কামরাঙ্গীরচরে নায়িকা-নর্তকি এনে এই ধরনের অনুষ্ঠান করা কিছুতেই ঠিক হবে না। বাংলাদেশের জনগণ এমন আয়োজনে উত্তেজিত হয়ে যাচ্ছে।

এরপর ওই ব্যক্তি বলেন, ‘স্থানীয় মাদরাসার অনেক ওলামায়ে কেরাম এসে অভিযোগ জানিয়েছেন। এই জন্য আমরা ওসি সাহেবের কাছে দাবি জানিয়েছি, অপু বিশ্বাস যেন না আসতে পারেন।’ জানা গিয়েছে, পরে পুলিসের হস্তক্ষেপে অপু বিশ্বাসকে ছাড়াই গতকাল রাতে রেস্তোরাঁর উদ্বোধন সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ঢাকার হাজারীবাগ থানার পুলিস পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান। জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে টেলিফোনে তিনি বলেন, স্থানীয় মুসল্লিরা এসে অভিযোগ করার পর থানা থেকে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা বিষয়টি আমলে নিয়ে অপুকে বাদ দিয়ে উদ্বোধন সম্পন্ন করেছেন।

আরও পড়ুন, Saif Ali Khan Attack Case: চাকরি গিয়েছে, ভেঙেছে বিয়ে! সইফ-কাণ্ডে ভুল গ্রেফতারে জীবন জেরবার যুবকের…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link