NOW READING:
Maha Kumbh 2025: পরনে পিঙ্ক স্যুট, মাথায় সাদা ওড়না, কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন স্টিভ জোবসের স্ত্রী লরেন
January 12, 2025

Maha Kumbh 2025: পরনে পিঙ্ক স্যুট, মাথায় সাদা ওড়না, কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন স্টিভ জোবসের স্ত্রী লরেন

Maha Kumbh 2025: পরনে পিঙ্ক স্যুট, মাথায় সাদা ওড়না, কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন স্টিভ জোবসের স্ত্রী লরেন
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রবল ধুমাধামে উত্তরপ্রদেশে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ। আর সেই মহাকুম্ভে এলেন অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জোবসের স্ত্রী লরেন পাওয়েল। পুজো দিলেন বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে। পাওয়ালকে মন্দিরে আনেন নিরঞ্জন আখাড়ার সন্ন্য়াসী স্বামী কৈলাসানন্দ স্বামী।

আরও পড়ুন-স্বামীর সঙ্গে না থাকাটা বড় বিষয় নয়, স্ত্রীকে তার খরচ দিতে হবে, রায় সুপ্রিম কোর্টের

পিঙ্ক স্যুট ও সাদা ওড়নায় মাথা ঢেকে মন্দিরে আসেন লরেন। কাশী বিশ্বনাথ মন্দিরের গর্ভগৃহের বাইরে থেকে বিশ্বনাথের উদ্দেশ্যে পুজো দিলেন। তাঁর আগমন ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল মন্দির চত্বর।

এনিয়ে কৈলাসানন্দ গিরি বলেন, রীতি মেনেই উনি মন্দিরে এসেছিলেন। ভারতীয় রীতি অনুযায়ী কাশী বিশ্বনাথ মন্দিরের অহিন্দুরা শিবলিঙ্গ স্পর্শ করতে পারেন না। সেই রীতি মেনেই লরেন গর্ভগৃহের বাইরে থেকে দর্শন করেন। মহাকুম্ভ যাতে নির্বিঘ্নে শেষ হয় তার জন্য প্রার্থনা করেন।

কৈলাসানন্দ আরও বলেন, কুম্ভমেলা যাতে নির্বিঘ্নে শেষ হয় তার জন্য কাশীতে মহাদেবের কাছে প্রার্থনা করতে এসেছি। আমাদের সঙ্গে রয়েছেন আমেরিকায় আমাদের শিষ্য মহর্ষি ব্যাসানন্দ। লরেন এবার মহাকুম্ভে যাবেন। সেখানে থাকবেন। গঙ্গায় ডুব দেওয়ারও তাঁর  পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, আগামিকাল থেকে প্রয়াগে শুরু হচ্ছে মহাকুম্ভ। শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। মহাকুম্ভ উপলক্ষ্যে  এলাহি নিরাপত্তা ব্য়বস্থার আয়োজন করেছে উত্তরপ্রদেশ সরকার। নিরাপত্তার জন্য বসানো এআই নিয়ন্ত্রিত কয়েক হাজায় সিসিটিভি, ড্রোন। পুণ্যার্থীদের থাকার জন্য উন্নতমানের তাঁবুর ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন করা হয়েছে কয়েক হাজার পুলিস।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link