NOW READING:
বলিউডে আর কাজ করবেন না অনুরাগ কশ্যপ? বললেন, ‘ঘেন্না ধরে গিয়েছে’
December 31, 2024

বলিউডে আর কাজ করবেন না অনুরাগ কশ্যপ? বললেন, ‘ঘেন্না ধরে গিয়েছে’

বলিউডে আর কাজ করবেন না অনুরাগ কশ্যপ? বললেন, ‘ঘেন্না ধরে গিয়েছে’
Listen to this article


নয়াদিল্লি: চিরাচরিত ঘরানার বাইরে গিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন। তাতে বিপুল সাফল্যও এসেছিল। একের পর এক সফল ছবি দর্শকদের উপহার দিয়েছেন পরিচালক অনুরাগ কশ্যপ। কিন্তু এবার হিন্দি চলচ্চিত্র ইন্ডাস্ট্রি, বলিউড ছেড়ে বেরিয়ে যাওয়ার ঘোষণা করলেন তিনি। জানালেন, বলিউডের প্রতি ঘেন্না ধরে গিয়েছে তাঁর। জানালেন, বলিউড ছেড়ে বেরিয়ে যাবেন তিনি। দক্ষিণে ছবি তৈরি করবেন এবার। (Anurag Kashyap)

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলিউডের প্রতি নিজের ক্ষোভ, অসন্তোষ উগরে দিয়েছেন অনুরাগ। জানিয়েছেন, বলিউড শুধুমাত্র বক্সঅফিসের সাফল্য নিয়েই মাথা ঘামায়। পুরনো ছবি রিমেক করে মুনাফা অর্জনই লক্ষ্য। ইন্ডাস্ট্রি তারকাসর্বস্ব হয়ে উঠছে। এতে সৃজনশীলতা, চিন্তার অবকাশ কমে আসছে দিন দিন। তাই বলিউডের প্রতি মোহ কেটে গিয়েছে তাঁর। বরং ইন্ডাস্ট্রি নিয়ে একরকমের হতাশা তৈরি হয়েছে। তাই দক্ষিণে ছবি তৈরির দিকে এগোচ্ছেন তিনি। (Bollywood Updates)

ওই সাক্ষাৎকারে অনুরাগ বলেন, “বাইরে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করা আমার জন্য সমস্যার। প্রচুর টাকার প্রশ্ন জড়িয়ে রয়েছে। আমার প্রযোজকরা লাভ-ক্ষতি নিয়ে মাথা ঘামাতেই ব্যস্ত। ছবির শ্যুটিং শুরুর আগে থেকেই অঙ্ক কষা শুরু হয়ে যায়। কীভাবে ছবি বিক্রি করা যায়, ফোকাস চলে যায় সেদিকে। ফলে ছবির নির্মাতাকে একেবারে শুষে নেওয়া হয়।  তাই আগামী বছর মুম্বই ছেড়ে বেরিয়ে যেতে চাই। দক্ষিণে চলে যাচ্ছি আমি। যেখানে উদ্দীপনা রয়েছে, সেখানে যেতে চাই আমি। নইলে বুড়ো হয়ে একদিন মরে যাব। নিজর ইন্ডাস্ট্রির প্রতি হতাশ আমি, ঘেন্না ধরে গিয়েছে। ঘেন্না ধরে গিয়েছে এমন মানসিকতার প্রতি।”

অনুরাগের দাবি, রিমেক তৈরি অভ্যাসে পরিণত হয়েছে বলিউডের। কেউ আর ঝুঁকি নিতে চান না। ট্যালেন্ট এজেন্সিগুলিকেও কাঠগড়ায় তুলেছেন অনুরাগ। আসল প্রতিভাদের তুলে আনার পরিবর্তে, তারা ব্যবসাকে প্রাধান্য দিচ্ছে বলে দাবি তাঁর। নতুন অভিনেতাদের মানসিকতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন অনুরাগ। তাঁর কথায়, “এখনকার অভিনেতা, বিশেষ করে পরিচিত মুখগুলির সঙ্গে কাজ করা যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে। কেউ আর অভিনেতা হতে চান না, সকলে তারকা হতে চান।” অভিনয় শিক্ষার চেয়ে বর্তমানে জিমে যাওয়ার গুরুত্ব বেশি বলে মত অনুরাগের। অভিনেতা এবং পরিচালকের মধ্যে এজেন্সিগুলি দেওয়ালের ভূমিকা পালন করছে বলে দাবি তাঁর। 

একসময় যাঁদের নিয়ে চুটিয়ে কাজ করেছেন, তাঁদের প্রতিও ক্ষুব্ধ অনুরাগ। তাঁর অভিযোগ, যাঁদের এতদিন বন্ধু ভাবতেন তিনি, তাঁরাও মুখ ফেরাতে শুরু করেছেন। নিজেদের মনমর্জি খাটাতে চান তাঁরা। বলিউডেই এসব হয়, মলয়ালি সিনেমায় এমনটা ঘটে না বলে দাবি অনুরাগের। অনুরাগের এমন ঘোষণায় হতবাক তাঁর অনুরাগীরা। দক্ষিণে ছবি করতে গেলে, বলিউডের মতো এত জনপ্রিয়তা তিনি পাবেন কি না, সেই নিয়ে উদ্বিগ্ন কেউ কেউ। কিন্তু পরিচালক গতে বাঁধা ছকে নিজেকে আটকে রাখার পরিবর্তে, সিনেমাশিল্প, সৃজনশীলতাকে যে প্রাধান্য দিচ্ছেন, তাতে খুশিও অনেকে। মুম্বই ছেড়ে বেরিয়ে দক্ষিণে যদি ছবি করেনও, সেই ছবি হিন্দিতে করবেন না কি অন্য ভাষায়, তা নিয়েও চলছে জল্পনা।

আরও দেখুন



Source link