ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : মাঝে কেটে গিয়েছে প্রায় আড়াই বছর পর। গরু পাচার মামলায় অনুব্রত গ্রেফতার হওয়ার পর তিহাড়ে কেটে গিয়েছে মাসের পর মাস। কিন্তু অনুব্রতর বিরুদ্ধে কখনও একটিও কথা বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বরবারই অনুব্রতকে নিয়ে নরম সুরই শোনা গিয়েছে তৃণমূল সুপ্রিমোর গলায়। তিহাড় থেকে ফেরার পর এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হতে চলেছেন অনুব্রত মণ্ডল ।
আজ কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে আসছেন অনুব্রত মণ্ডলও । আসছেন বীরভূম থেকে। আগে যেদিন ঘরে ফিরেছিলেন অনুব্রত, সেদিনই বীরভূমে ‘দিদির’ সঙ্গে দেখা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে কেষ্টর সঙ্গে মুখ্যমন্ত্রীর দেখা হয়নি।
কালীঘাটের বৈঠকে যোগ দিতে সোমবার সকালেই অনুব্রত রওনা দেন বোলপুরের নীচুপট্টির বাড়ি থেকে ৷ শরীর আর আগের মতো নেই। আগেও ব্যথা যন্ত্রণার কথা জানিয়েছিলেন তিনি। তবে বহুদিন পর তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা হবে, তাই বেশ ফুরফুরে মেজাজে অনুব্রত। বললেন, দিদির কাছে ভাই যাবে, ভালোই তো লাগছে।
সোমবার বৈঠকের আগে একাধিক পুরসভার চেয়ারম্য়ান ও ভাইস চেয়ারম্য়ানের রদবদল নিয়ে মমতাকে রিপোর্ট দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। খবর তৃণমূল সূত্রে। প্রবীণ নেতা সুব্রত বক্সীও একটি রিপোর্ট জমা দিয়েছেন বলে সূত্রের খবর। সোমবারই রদবদলের সিদ্ধান্ত না নিলেও, সাংগঠনিক পরিকাঠামোয় কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে । সূত্রের খবর, জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে বীরভূমের কোর কমিটিকে নিয়েও বৈঠক করার সম্ভাবনা রয়েছে ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও দেখুন