জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জল্পনা চলছিলই। গোরু পাচার জামিন পেয়েছিলেন আগেই। এবার জেল থেকে ছাড়া পাচ্ছেন অনুব্রত মণ্ডল। কবে? আজ, সোমবার। রাত ২.২০ বিমানে দিল্লি থেকে কলকাতা ফিরছেন তিনি।
আরও পড়ুন: Uttar Pradesh: তিরুপতির অসুখ কি এবার মথুরা-বৃন্দাবনেও? অভিযোগ উঠতেই প্রসাদ গেল পরীক্ষাগারে
গোরু পাচার মামলায় ২ বছর জেলবন্দি থাকতে হল অনুব্রতকে। ২০২২ সালে ১১ অগাস্ট বোলপুরের নিচুপট্টি বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করে সিবিআই। এরপর সে বছরের নভেম্বরে গোরু পাচার মামলায় ইডি-র হাতে গ্রেফতার হন বীরভূমের কেষ্ট। সম্প্রতি সিবিআই যে মামলাটি করেছে, সেই মামলায় সুপ্রিম কোর্টে জামিন পান অনুব্রত। কিন্তু ইডি-র মামলায় জেলে থাকতে হচ্ছিল তাঁকে। অবশেষে শুক্রবার সেই মামলায় ১০ লক্ষ টাকা বন্ডে তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে জামিন দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট।
আরও পড়ুন: Bengaluru Horror: বেঙ্গালুরুর ফ্রিজে ৩০ টুকরো তরুণী, পুলিস খুঁজছে এক বাঙালি যুবককে
এদিকে জেলা সফরে মুখ্যমন্ত্রী। আগামীকাল, মঙ্গলবারই বীরভূমে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন তিনি। তাহলে কি দীর্ঘ ২ বছর পর হতে পারে কেষ্ট-মমতা সাক্ষাৎ? জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে।
অনুব্রত একা নন, গত বছর গোরু পাচার মামলায় তাঁর মেয়ে সুকন্যাকে গ্রেফতার ইডি। তার পর তিহাড় জেলে ঠাঁই হয়েছিল বাবা এবং কন্যার। তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। দেড় বছর জেলবন্দি ছিলেন সুকন্যাও। ১০ সেপ্টেম্বর জামিন পেয়েছেন তিনি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)