সেলিম রেজা, ঢাকা: বদলের বাংলাদেশে ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনার দ্রুত বিচার নিশ্চিতের দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ ঘটেছে ধর্ষণবিরোধী মঞ্চের। ধর্ষকদের আদালতে উপস্থাপন করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে তারা। এরমধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে সংগঠনটি।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
গতকাল রাত ২টোয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ধর্ষণ বিরোধী মঞ্চের আত্মপ্রকাশ ঘোষণা করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি এবং বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রাক্তন মুখপাত্র উমামা ফাতেমা। ধর্ষণবিরোধী মঞ্চ তাৎক্ষণিকভাবে দুইটি দাবি জানায়। ১, ধর্ষণবিরোধী দ্রুত ট্রাইবুনাল গঠন। ২, ধর্ষকদের প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি প্রদান। এ সময় তারা কর্মসূচি ঘোষণা করেন। এতে বলা হয়, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে মশাল মিছিল বের করা হবে। মিছিল শেষে সবাই রাজু ভাস্কর্যের পাদদেশে জমায়েত হবেন।
আরও পড়ুন:Snake Bite Death: ডাক্তার বাবু, আমার মেয়েকে বাঁচান! বিষাক্ত সাপের কামড়ে প্রাণ গেল তেরোর মেয়ের…
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন উমামা ফাতেমা। তিনি বলেন, ‘ধর্ষণকারীদের আদালতে হাজিরের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। এরমধ্যে যদি ধর্ষকদের বাংলাদেশের আদালতে তোলা না হয় তাহলে আমরা কঠোর আন্দোলনের ঘোষণা দেব।’
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর ম্যাজেস্ট্রেসি ক্ষমতা থাকার পরেও বাংলাদেশের পরিস্থিতি খারাপ হয়েছে। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অফিসে বসে বসে শুধু বেতন ভোগ করছেন। বাংলাদেশের নারীদের নিরাপত্তা নিশ্চিত বা আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে তিনি ব্যর্থ হয়েছেন। আমরা আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি জানাই।’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours