# Tags
#Blog

একাই গুঁড়িয়ে দিলেন কেরলকে, রঞ্জির ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে এই অনন্য় রেকর্ড অংশুলের

একাই গুঁড়িয়ে দিলেন কেরলকে, রঞ্জির ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে এই অনন্য় রেকর্ড অংশুলের
Listen to this article


লালি: রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2024) অনন্য রেকর্ডের মালিক হলেন হরিয়ানার (Haryana) পেসার অংশুল কম্বোজ (Anshul Kamboj)। টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০টি উইকেটই তুলে নেওয়ার নজির গড়লেন এই তরুণ বোলার। ২৩ বছরের এই পেসার সি গ্রুপে কেরলের বিরুদ্ধে ম্য়াচে খেলতে নেমে এই নজির গড়লেন অংশুল। রোহতকের চৌধুরী বংসী লাল ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নেমে ইনিংসে ১০টি উইকেটই তুলে নিলেন তিনি। 

নিজের ৩০.১ ওভারের স্পেলে মাত্র ৪৯ রান খরচ করে ১০টি উইকেট নেন অংশুল। এর আগে এই কৃতিত্ব গড়েছিলেন মাত্র ২ জন। ১৯৫৬ সালে অসমের বিরুদ্ধে মাত্র ২০ রান খরচ করে ইনিংসে ১০ উইকেট তুলে নিয়েছিলেন বাংলার প্রেমাংশু চট্টোপাধ্য়ায়। এরপর ১৯৮৫ সালে রাজস্থানের জার্সিতে খেলতে নেমে বিদর্ভের বিরুদ্ধে ৭৮ রানের বিনিময়ে ১০ উইকেট নিয়েছিলেন প্রদীপ সুন্দরম। 

সব মিলিয়ে কম্বোজ প্রথম শ্রেণির ক্রিকেটে ষষ্ঠ ভারতীয় হিসেবে এই নজির গড়লেন। কিংবদন্তি অনিল কুম্বলে, সুভাষ গুপ্তে ও দেবাশিস মোহান্তিও ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন। ম্যাচের তৃতীয় দিনে যখন খেলা শুরু হয়েছিল তাঁর ঝুলিতে ছিল ৮ উইকেট। তৃতীয় দিনে বাসিল থাম্পি ও শন রজারের উইকেট নিয়ে নজির গড়ে ফেলেন অংশুল। কেরল তাদের প্রথম ইনিংসে ২৯১ রানে অল আউট হয়ে যায়। এই নজির গড়ার পথে নিজের ১৯ তম প্রথম শ্রেণির ম্যাচে ঝুলিতে ৫০ উইকেটও পুরে নিয়েছেন অংশুল। 

এদিকে, এক ম্যাচে জোড়া ট্রিপল হান্ড্রেড, তাও আবার শতাধিক স্ট্রাইক রেটে। বৃহস্পতিবার, ১৪ নভেম্বর এমন ঘটনারই সাক্ষী থাকল ভারতীয় ক্রিকেট মহল। গোয়া বনাম অরুণাচল প্রদেশের রঞ্জি ট্রফির প্লেট গ্রুপের ম্যাচে স্নেহল কৌথঙ্কর ও কাশ্যপ বাকলে, দুই ব্যাটারই ট্রিপল হান্ড্রেড হাঁকান। তাঁদের ব্যাটেই তৈরি হল ইতিহাসও। 

২৯ বছর বয়সি স্নেহল নিজের আগ্রাসী ব্যাটিংয়ের জন্য ভারতীয় ক্রিকেট মহলে পরিচিত। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ম্যাচে তিনি নিজের কেরিয়ারের সর্বোচ্চ স্কোরটি করে ফেললেন। মাত্র ২০৫ বলে নিজের কেরিয়ারের প্রথম ট্রিপল হান্ড্রেড করেন স্নেহল কৌথঙ্কর। ভারতীয় হিসাবে প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তৃতীয় দ্রুততম ট্রিপল হান্ড্রেড । ২১৫ বলে তাঁর সংগ্রহ ৩২৪ রান। স্নেহলের ইনিংস সাজানো ছিল ৪৩টি চার ও চারটি ছক্কায়। এর আগে মিজ়োরামের বিরুদ্ধে ২৫০ রানের ইনিংসই স্নেহলের কেরিয়ার সেরা ছিল। তবে সেই রেকর্ড ভেঙে ফেললেন তিনি।

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal