NOW READING:
Anjali Anand: ‘বাবারা এমন করে বলেই ঠোঁটে কামড়… ‘, ছোট থেকে লাগাতার যৌন হেনস্থার শিকার অভিনেত্রী
April 3, 2025

Anjali Anand: ‘বাবারা এমন করে বলেই ঠোঁটে কামড়… ‘, ছোট থেকে লাগাতার যৌন হেনস্থার শিকার অভিনেত্রী

Anjali Anand: ‘বাবারা এমন করে বলেই ঠোঁটে কামড়… ‘, ছোট থেকে লাগাতার যৌন হেনস্থার শিকার অভিনেত্রী
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘ডাব্বা কার্টেল’ সিনেমাতে অঞ্জলি আনন্দের অভিনয় দর্শকের নজর কেড়েছিল। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে রণবীর সিংয়ের বোনের ভূমিকাতেও দেখা গিয়েছিল অঞ্জলিকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজের জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনিয়েছেন। শৈশবে লাগাতার যৌন হেনস্থার শিকার হয়েছেন তিনি এবং সেই স্মৃতি আজও অভিনেত্রীকে তাড়া করে বেড়ায়।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

সাক্ষাৎকারে অঞ্জলি জানিয়েছেন, মাত্র আট বছর বয়সে তিনি তাঁর বাবাকে হারিয়েছেন। এরপরই তাঁর নৃত্যগুরু তাঁদের পরিবারকে নিয়ন্ত্রণ করতে শুরু করেন। এমনকী তাঁর শৈশবও সেই গুরুর হাতে বন্দি হয়ে যায়। সেই গুরুর কাছেই লাগাতার যৌন হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী। অঞ্জলি বলেন, ‘আমি বুঝতে পারছিলাম না তখন কী করা উচিত। সেই সময় আমার বয়স মাত্র আট বছর। বাবার মৃত্যুর পর আমার নৃত্যগুরু বলতে শুরু করেন তিনিই নাকি আমার বাবা। শিশু বয়সে সেই কথা আমি বিশ্বাসও করেছিলাম। তাছাড়া আমার কোনও উপায় ছিল না’।

আরও পড়ুন- SSC supreme court judgement today: বাতিল ২৬০০০ চাকরি, কাদের ফেরত দিতে হবে বেতন? সবিস্তারে সুপ্রিম কোর্টের রায়…

এরপর তিনি যোগ করে বলেন, ‘সেই গুরু এরপর থেকে ধীরে ধীরে আমায় স্পর্শ করতে শুরু করেন। একদিন হঠাৎ আমার ঠোঁটে চুমু খেয়ে বলেন, বাবারা এমনই করেন। এরপর আমার জীবন অনেকটাই তিনি নিয়ন্ত্রণ করতে শুরু করেন। নিজের সেই দুর্বিষহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আজও শিউরে উঠি। আমাকে চুল খোলা রাখতে দিতেন না। মেয়েদের জামা না পরিয়ে ওর টিশার্ট পরাতেন, যাতে আমাকে সুন্দর না লাগে। এরপর আমার দিদির বিয়ের সময়ে আমার বয়ফ্রেন্ড হয়। সেই আমায় অনুভব করায় যে আমার সঙ্গে যেটা হচ্ছে সেটা অন্যায়। এরপরেই আমি ধীরে ধীরে সরে আসি’। অভিনেত্রী জানিয়েছেন এই নৃত্যগুরুর হাত থেকে মুক্তি পেতে তাকে ১৪ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হয়। 

আরও পড়ুন- Federation vs Bidula Bhattacharya: বিদুলার কাজে বাধা দিতে পারবে না ফেডারেশন, তথ্য-সংস্কৃতি সচিবকে তদন্তের নির্দেশ হাইকোর্টের!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link