রিলায়েন্সের এই কোম্পানির বিরুদ্ধে কড়া পদক্ষেপ সেবির, বাজেয়াপ্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট

Estimated read time 1 min read
Listen to this article


Reliance In Trouble: ফের বিপাকে শিল্পপতি অনিল অম্বানি (Anil Ambani)। এবার সেবির (SEBI) নির্দেশে সমস্যা বাড়ল রিলায়েন্সের (Reliance) এই কোম্পানির। একাধারে বাজেয়াপ্ত হল ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট (Bank Account) । কালই কি পড়তে পারে অনিল অম্বানির বিভিন্ন কোম্পানির শেয়ার (Share Market) ?

অনিল অম্বানির কোন কোম্পানির বিরুদ্ধে ব্য়াবস্থা
অতীতেও অনিল অম্বানির কোম্পানিগুলি প্রায়শই বিতর্কে থেকেছে। বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির কঢ়া পদক্ষেপের মুখে পড়েছে অনিলের কোম্পানি। এখন তার কোম্পানি রিলায়েন্স বিগ এন্টারটেইনমেন্ট (RBEP এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড) ভারতীয় বাজার নিয়ন্ত্রক SEBI থেকে কঠোর পদক্ষেপের সম্মুখীন হয়েছে। জেনে নিন, ঠিক ব্যবস্থা নেওয়া হয়েছে কোম্পানির বিরুদ্ধে।

SEBI ব্যাঙ্ক এবং ডিম্যাট অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে
রিলায়েন্স বিগ এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে সেবি কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডিম্যাট অ্যাকাউন্ট এবং মিউচুয়াল ফান্ড হোল্ডিং বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। কোম্পানির ২৬ কোটি টাকা বকেয়া আদায় করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই পরিমাণে সুদ এবং পুনরুদ্ধারের খরচও অন্তর্ভুক্ত। SEBI সংশ্লিষ্ট ব্যাঙ্ক, ডিপোজিটরি এবং মিউচুয়াল ফান্ডগুলিকে এই অ্যাকাউন্টগুলি থেকে কোনও ধরনের টাকা না তোলার নির্দেশ দিয়েছে।

টাকা তছরুপের মামলা
14 নভেম্বর SEBI রিলায়েন্স বিগ এন্টারটেইনমেন্টকে একটি নোটিশ জারি করে। কোম্পানিটি রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড (RHFL) এর তহবিল অবৈধভাবে সরিয়ে দেওয়ার অভিযোগে করা হয় এই মামলা। নোটিশে কোম্পানিকে ১৫ দিনের মধ্যে বকেয়া ২৬ কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কোম্পানি এই নির্দেশ পালন করেনি। এর পরে SEBI একটি অ্য়াটাচমেন্ট বা বাজেয়াপ্ত করার নোটিশ জারি করে।  বকেয়া পরিমাণ পুনরুদ্ধারের জন্য এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়।

কোম্পানির হিসাব নিয়ে সমস্যা
সেবি অম্বানির সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে বাজেয়াপ্ত করা অ্যাকাউন্টগুলি থেকে কোনও টাকা তুলতে না করেছে। সেগুলিতে যেন কোনও ধরনের লেনদেন না হয়, সেই বিষয়ে নিশ্চিত করতে বলছে সেবি। SEBI স্পষ্ট করেছে, বকেয়া অর্থ পুনরুদ্ধারের জন্য এই পদক্ষেপটি প্রয়োজনীয়। তবে এই প্রথমবার নয়, অনিল আম্বানির কোম্পানি অতীতেও সেবি-র কড়া পদক্ষেপের মুখোমুখি হয়েছে। এর আগেও তার অনেক কোম্পানির বিরুদ্ধে সেবি নিয়ম লঙ্ঘন ও অর্থ আত্মসাতের অভিযোগ করেছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

Pakistan Economy : বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারে ‘লাফাচ্ছে’ পাকিস্তানের বাজার ? ১২০০ পয়েন্ট উঠল মার্কেট, আসল কারণ কী ?

আরও দেখুন



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours