NOW READING:
Investigation against several judges: ক্ষুব্ধ রাষ্ট্রপতি, কাঠগড়ায় আইন! তদন্তের নির্দেশ বিচারপতিদের বিরুদ্ধে…
January 6, 2025

Investigation against several judges: ক্ষুব্ধ রাষ্ট্রপতি, কাঠগড়ায় আইন! তদন্তের নির্দেশ বিচারপতিদের বিরুদ্ধে…

Investigation against several judges: ক্ষুব্ধ রাষ্ট্রপতি, কাঠগড়ায় আইন! তদন্তের নির্দেশ বিচারপতিদের বিরুদ্ধে…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি। আগামী সপ্তাহে তাদের বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। সোমবার বিকেলে এমনই তথ্য দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

আরও পড়ুন: Khaleda Zia: চিকিত্সার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে লন্ডন যাচ্ছেন খালেদা, ৭ বছর পর মা-ছেলের সাক্ষাত!

জানা গিয়েছে, দুর্নীতি ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠায়। গত বছরের ১৬ অক্টোবর ১২ জন বিচারপতিকে কিছুদিনের ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এমনকি তাঁদের হাইকোর্টের বেঞ্চে বিচারকাজ পরিচালনার দায়িত্ব থেকে বিরত রাখা হয়। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। 

জানা গেছে, এরপর নিয়ম অনুসারে সে তদন্ত প্রতিবেদন সুপারিশসহ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। প্রতিবেদন পেয়ে আজ সেই বিচারপতিদের বিরুদ্ধে তদন্তের অনুমতি দিলেন রাষ্ট্রপতি।

আরও পড়ুন: Bangladesh: বদলের বাংলাদেশে বাড়ছে বেকারত্ব! তিনমাসেই কর্মহীন…

যে ১২ বিচারপতির বিরুদ্ধে অভিযোগ তারা হলেন – নাইমা হায়দার, শেখ হাসান আরিফ, আশীষ রঞ্জন দাস, মোহাম্মদ খুরশীদ আলম সরকার, এস এম মনিরুজ্জামান, আতাউর রহমান খান, শাহেদ নূর উদ্দিন, মো. আক্তারুজ্জামান, মো. আমিনুল ইসলাম, এস এম মাসুদ হোসেন দোলন, খিজির হায়াত ও খোন্দকার দিলীরুজ্জামান।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link