পশ্চিম বর্ধমান: ৩ দিন বন্ধ থাকার পর, আজ থেকে ফের অন্ডাল বিমানবন্দরে চালু হচ্ছে উড়ান পরিষেবা। দিল্লি-সহ ৩টি বিমান উড়বে কাজি নজরুল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।
মূলত ,বৃষ্টির জল জমে একাধিক যন্ত্রাংশ বিকল হয়ে পড়ায়, প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছিল। সেই কারণে শুক্রবার থেকে অন্ডাল বিমানবন্দরে উড়ান পরিষেবা বন্ধ ছিল। মূলত, ভারী বর্ষণে জল জমেছিল কলকাতা বিমানবন্দরে। যদিও শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরে স্বাভাবিক রয়েছে পরিষেবা।
একটানা ভারী বৃষ্টি। আর তাতে বাড়ল একাধিক নদীর জলস্তর। কোথাও রাস্তা জলের তলায় চলে গিয়ে বিচ্ছিন্ন হল যোগাযোগ। কোথাও নদীর জলস্তর বেড়ে গিয়ে সেতু জলের তলায় চলে গিয়ে স্তব্ধ হল যোগাযোগ। জল জমে গেল একাধিক জায়গায়। প্রবল বৃষ্টিতে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিপর্যস্ত হল জনজীবন। উত্তরবঙ্গে বৃষ্টি-ভোগান্তি অব্য়াহত। ভারী বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা। শুক্রবার পশ্চিম বর্ধমানের অন্ডালে একটানা বৃষ্টিতে জলের তলায় চলে যায় রেলের সাবওয়ে।
জলে থৈ থৈ অবস্থা হয় খনি অঞ্চলের। জল দাঁড়িয়ে যায় দুর্গাপুর পুরসভার একাধিক ওয়ার্ডে। জল জমে যায় আসানসোল, কুলটি ও রানিগঞ্জে।আসানসোল, কুলটি, রানিগঞ্জ, অঝোর ধারার বৃষ্টিতে ভেসে যায় পূর্ব বর্ধমানের কাটোয়া শহর। কাটোয়া রোডের ভাতার বাজার, ভাতার ফায়ার ব্রিগেড মোড় ও পাটনা চালকল এলাকায় রাস্তার উপর দিয়ে জল বইতে থাকে। বোলপুর জাতীয় সড়কে আন্ডারপাসের নীচে জল জমে যান চলাচল ব্য়াহত হয়।
ভারী বৃষ্টির জেরে বাঁকুড়ার মানকানালী হয়ে রানিগঞ্জ যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে যায়। দ্বারকেশ্বর নদের জলস্তর বেড়ে, জলের তলায় চলে যায় ভাসা সেতু। বাঁকুড়া শহরের সঙ্গে জেলার বেশ কয়েকটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। একটানা বৃষ্টিতে ছাতনা ব্লকের ডাংরা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় ভেসে যায় জামথোল সেতু। ফলে বাঁকুড়ার সঙ্গে পুরুলিয়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রবল বৃষ্টিতে জল জমে জনজীবন বিপর্যস্ত হয় জেলার মেজিয়া এবং সোনামুখীতে।
আরও পড়ুন, মাটির বাড়ি ধসে মহিলার মৃত্যু বকুলতলায় ! টানা বৃষ্টিতে আহত ৪ সন্তান-সহ এক দম্পতি
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন