<p>CM Mamata Banerjee: ম্যান মেড বন্যা বলে মোদিকে চিঠি মমতার। ডিভিসির সঙ্গে সম্পর্ক ছেদের হুঙ্কার। বাঁধ ভাঙার মতো অবস্থা হয়েছিল। রাজ্যের সঙ্গে কথা বলেই জল ছাড়ার সিদ্ধান্ত, পাল্টা চিঠি কেন্দ্রের। এখনও রাজনীতির ঘোলাজলে মাস্টার প্ল্য়ান। আর ফি বছরের মতো এবারও ডুবল ঘাটাল। স্থানীয়দের অনেকেই আক্ষেপ করে বলছেন, ছোটবেলায় যে মাস্টার প্ল্যানের কথা শুনে বড় হয়েছি, আজ এতবছর পরে এসেও, সেই প্রতিশ্রুতি পূরণ হল না! পাশাপাশি, পাঁশকুড়া, উদয়নারায়ণপুর-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে শুধুই সব হারানোর ছবি। টানা বর্ষণে প্লাবিত দক্ষিণবঙ্গের জেলা থেকে জেলা। আর এই বন্যার জেরে সবজি বাজারে আগুন লেগেছে। চাষের জমিতে হাঁটু সমান জল জমে গিয়েছে । এর ফলে অনেক জায়গাতেই মাঠের ফসল মাঠেই নষ্ট হয়ে গিয়েছে। </p>
Source link
রাজ্যের সঙ্গে কথা বলেই জল ছাড়ার সিদ্ধান্ত, পাল্টা চিঠি কেন্দ্রের
