‘আমার স্ত্রী খুব সুন্দরী, তাকিয়ে থাকতে ভাল লাগে’, ৯০ ঘণ্টা কাজ বিতর্কে পাল্টা আনন্দ মহিন্দ্রার

Estimated read time 1 min read
Listen to this article


Anand Mahindra:  মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রা গতকাল শনিবার সমাজমাধ্যম জুড়ে চলা ৯০ ঘণ্টা কাজ বিতর্কে একটি সুন্দর জবাব দিয়েছেন। তাঁর মন্তব্যে মূলত কাজের গুণমানকেই জোর দিয়েছেন তিনি, কাজের পরিমাণের (90 Hour Work Week) উপরে নয়। তাঁর মতে মাত্র ১০ ঘণ্টা কাজ করেই দুনিয়া বদলে দেওয়া যায়। লারসেন অ্যান্ড টার্বো সংস্থার চেয়ারম্যান এনএস সুব্রহ্মণ্যম (L&T Chairman) সম্প্রতি বলেছিলেন যে রবিবারে বাড়িতে বসে বসে স্ত্রীর মুখ দেখে কী করবেন কর্মীরা, তার থেকে অফিসে আসুন তারা এবং সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করুন। আর এই কথাকে ঘিরেই শুরু হয় বিতর্ক। দিল্লিতে আজ জাতীয় যুব দিবস উদযাপনের সময় (Anand Mahindra) সমাজমাধ্যমে একটি পোস্টে আনন্দ মহিন্দ্রা জানান, ‘আমার স্ত্রী খুবই সুন্দরী, আমার ওর দিকে তাকিয়ে থাকতে ভাল লাগে’।

৯০ ঘণ্টা কাজ নিয়ে বিতর্ক

সমাজমাধ্যমে ঝড় তুলেছে এনএস সুব্রহ্মণ্যমের মন্তব্য। তিনি বলেছিলেন, ‘কতক্ষণই বা স্ত্রীর মুখের দিকে তাকিয়ে থাকবেন ?’ সপ্তাহে ৯০ ঘণ্টা কাজের নিদান দেন তিনি এবং বলেন যে কর্মীদের রবিবারেও ছুটি নেওয়া উচিত নয়, অফিসে এসে কাজ করা উচিত। আর এই মন্তব্যকে ঘিরে বিতর্ক তুঙ্গে। এই মন্তব্যের প্রেক্ষিতে কথা বলতে গিয়ে আনন্দ মহিন্দ্রা প্রথমেই ইনফোসিস সংস্থার সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তিকে শ্রদ্ধা জানিয়ে লেখেন, ‘আমি ভুল কিছু বলতে চাইছি না, কিন্তু আমার এখানে কিছু বলা দরকার। আমার মনে হয় এই বিতর্ক ভুল দিকে চলছে। কারণ এই বিতর্ক মূলত কাজের পরিমাণের উপর চলছে।

কাজের গুণমানে জোর দেওয়া উচিত, কাজের সময়ে নয়

আনন্দ মহিন্দ্রা বলেন, আমি যা বলতে চাই, কাজের পরিমাণের উপর জোর দেওয়ার দরকার নেই। তাই এটা ৪০ ঘণ্টা কাজ, নাকি ৭০ ঘণ্টা বা ৯০ ঘণ্টার কাজ, সেটা বিষয়ই নয়। কী ফল তুমি দিচ্ছ সেটাই দেখার। যদি ১০ ঘণ্টাও কাজ করো তুমি, তাহলেও চাইলে দুনিয়া বদলে দিতে পারো।’ তিনি বলেন, ‘আপনার সংস্থার এমন মানুষই থাকা দরকার যে বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নেবে। তাই প্রশ্ন হল কী ধরনের মস্তিষ্ক বুদ্ধিমান সিদ্ধান্ত নেয় ?’

পরিবারের সঙ্গে সময় কাটানো জরুরি

আনন্দ মহিন্দ্রা পরিবারের সঙ্গে সময় কাটানোর তাৎপর্য বুঝিয়ে বলেন, ‘আপনি যদি বাড়িতে সময় না দেন, আপনি যদি বন্ধুর সঙ্গে সময় কাটাতে না চান, আপনি যদি না পড়াশোনা করেন, আপনার যদি নিজেকে সমৃদ্ধ করার সময়ই হাতে না থাকে, তাহলে কীভাবে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন ?’

আরও পড়ুন: Traffic Challan: হেলমেট না পরে হাঁটছেন কেন রাস্তায় ? আজব নিয়মে প্রৌঢ়কে মোটা জরিমানা করল পুলিশ

আরও দেখুন



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours