NOW READING:
মে মাস থেকেই শ্যুটিং করছেন অমিতাভ, কবে পর্দায় ‘কল্কি’-র সিক্যুয়াল?
March 16, 2025

মে মাস থেকেই শ্যুটিং করছেন অমিতাভ, কবে পর্দায় ‘কল্কি’-র সিক্যুয়াল?

মে মাস থেকেই শ্যুটিং করছেন অমিতাভ, কবে পর্দায় ‘কল্কি’-র সিক্যুয়াল?
Listen to this article


কলকাতা: বয়স তাঁর কাছে আক্ষরিক অর্থেই সংখ্যামাত্র। এই বয়সেও তিনি প্রভাস (Prabhas), দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) সঙ্গে চুটিয়ে অভিনয় করেছেন। কেড়ে নিয়েছেন লাইমলাইট। আর এবার, ‘কল্কি ২৮৯৮ এডি’ (Kalki 2898 AD)-র সিক্যুয়ালের কার্যত প্রাণপুরুষ ছিলেন তিনি। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। আর এবার, এই ছবির দ্বিতীয় ভাগের শ্যুটিং শুরু করতে চলেছেন অমিতাভ। শোনা যাচ্ছে, ‘কল্কি ২৮৯৮ এডি’ -র থেকে অনেক বড়ভাবে তাঁর চরিত্রকে পর্দায় ফিরিয়ে আনার পরিকল্পনা করছেন নির্মাতারা। 

এই প্রথম ছবি মুক্তির পরেই নির্মাতারা ঘোষণা করেছিল এই ছবির সিক্যুয়ালের। ‘কল্কি ২৮৯৮ এডি’-তে গল্পের শেষ হয়নি। গল্পের একটা মূল অংশই এখনও বাকি রয়ে গিয়েছে। সেই অংশ শেষ হবে আগামী পর্বে। শোনা যাচ্ছে, মে মাস থেকে ‘কল্কি ২৮৯৮ এডি’ -র সিক্যুয়ালের শ্যুটিং শুরু করতে চলেছেন অমিতাভ। নির্মাতা এর আগেই জানিয়েছিলেন, ‘কল্কি ২৮৯৮ এডি’ -র বেশ কেক মাসের শ্যুটিং ইতিমধ্যেই শেষ করে ফেলেছেন তাঁরা। এবার অশ্বথামার চরিত্রের শ্যুটিং শুরু হবে। এই চরিত্রেই রয়েছেন অমিতাভ। তাঁর অংশের শ্যুটিং শুরু হবে মে-তে। তবে শোনা যাচ্ছে, দীপিকার অংশের শ্যুটিং আরও পরে শুরু হবে। মেয়েকে বাড়িতে রেখে এখনই শ্যুটিংয়ে ফিরতে নারাজ দীপিকা। কিন্তু দীপিকাকে ছাড়া এই গল্পের সম্পূর্ণতা আনা অসম্ভব। সেই কারণেই ‘কল্কি ২৮৯৮ এডি’ -র  নির্মাতাদের শ্যুট শেষ হওয়ার জন্য আরও বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তবে শ্যুটিংয়ে খুব তাড়াতাড়ি যোগ দিচ্ছেন অমিতাভ। 

অন্যদিকে শোনা যাচ্ছে, দীর্ঘ ২৫ বছরের প্রিয় টেলিভিশন শো থেকে অব্যাহতি নিতে চলেছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)? তিনি নিজে মুখে কিছু না জানালেও, শোনা যাচ্ছে, ‘কোন বনেগা ক্রোড়পতি’-র মতো জনপ্রিয় শো থেকে নাকি এবার অব্যাহতি নিতে চান অমিতাভ। একটা সময়ে খুব খারাপ চলছিল অমিতাভের কেরিয়ার। সে ২৫ বছর আগের কথা। সেই সময়ে খড়কুটোর মতোই অমিতাভ আঁকড়ে ধরেছিলেন এই টেলিভিশন শো কে। দিনের পর দিন, কেবলমাত্র অমিতাভ বচ্চনের জনপ্রিয়তার ওপর নির্ভর করেই এই শো আন্তর্জাতিক মানের খ্যাতি পেয়েছে। বছরের পর বছর এই শো সেরা শো-এর তকমা জিতে নিয়েছে। আর এই শো-এর অন্যতম আকর্ষণই হল অমিতাভ বচ্চনের সঞ্চালনা। 

তবে শোনা যাচ্ছে, এই শো আর করতে চান না অমিতাভ। তিনি নিজে এ নিয়ে কিছু না বললেও, ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস। সদ্যই সোশ্যাল মিডিয়ায় একটি স্টেটাস দিয়েছিলেন অমিতাভ। লিখেছিলেন, ‘এবার বিদায় নেওয়ার সময়।’ সেই সময়ে জল্পনা তৈরি হয়েছিল, এবার কি অভিনয় ছাড়তে চলেছেন অমিতাভ? তবে সেই গুঞ্জন উড়িয়ে অমিতাভ জানিয়েছিলেন, তিনি অভিনয় থেকে বিরতি নিচ্ছেন না। তবে টানা শ্যুটিং আর তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। সেই কারণে ছোটপর্দা থেকে অব্যাহতি নিতে চান তিনি। 

আরও পড়ুন: A R Rahman: ‘আমায় প্রাক্তন স্ত্রী বলা হচ্ছে কেন?’ এ আর রহমানের অসুস্থতার পরে প্রশ্ন ক্ষুদ্ধ সায়রা বানুর

 

আরও দেখুন



Source link

TAGS: