NOW READING:
Amitabh Bachchan: KBC-কে বিদায় অমিতাভের! নতুন সঞ্চালকের দৌড়ে শাহরুখ-ঐশ্বর্য-ধোনি…
March 11, 2025

Amitabh Bachchan: KBC-কে বিদায় অমিতাভের! নতুন সঞ্চালকের দৌড়ে শাহরুখ-ঐশ্বর্য-ধোনি…

Amitabh Bachchan: KBC-কে বিদায় অমিতাভের! নতুন সঞ্চালকের দৌড়ে শাহরুখ-ঐশ্বর্য-ধোনি…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি অমিতাভ বচ্চনের একটি রহস্যময় পোস্ট ঘিরে আলোড়ন পড়ে যায়। তাঁর পোস্টে লেখা ছিল “যাওয়ার সময়”, যা দেখে অনেকে ধরে নেন যে তিনি হয়তো অবসর নেবেন। তাহলে বিদায় নেবেন ‘কৌন বনেগা ক্রোড়পতি (KBC) থেকেও । যদিও পরে তিনি স্পষ্ট করেন যে এই গুজব ভিত্তিহীন। তবে ইন্টারনেটে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে যে বিগ বি হয়তো শো থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা করছেন। এরই মাঝে ভক্তরা বেছে নিয়েছে ‘কৌন বনেগা ক্রোড়পতির পরবর্তী হোস্টকে। 

আরও পড়ুন- Apu Biswas: বাংলাদেশের ‘শাহরুখ’! ঢাকাই সুপারস্টারেরও পদবি খান, স্ত্রী হিন্দু আর ছেলে আব্রাম…

কে হতে পারেন কেবিসির পরবর্তী সঞ্চালক? কৌন বনেগা ক্রোড়পতির ভবিষ্যৎ নিয়ে গুঞ্জনের মধ্যেই উঠে এসেছে সম্ভাব্য নতুন সঞ্চালকদের নাম। শাহরুখ খান (Shah Rukh Khan) জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এবং তিনি বিগ বি-এর উত্তরসূরি হিসেবে প্রথম পছন্দ । দ্বিতীয় স্থানে রয়েছেন অমিতাভের পুত্রবধূ, অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। তৃতীয় স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

জানা যায় এই সমীক্ষাটি ৭৬৮ জন হিন্দিভাষী দর্শকের ওপর পরিচালিত হয় এবং পুরুষ ও মহিলাদের কাছ থেকে সমান প্রতিক্রিয়া পাওয়া গেছে। তবে, কেবিসি-র ভবিষ্যৎ উপস্থাপক সম্পর্কে কোনও অফিসিয়াল ঘোষণা এখনও আসেনি। প্রসঙ্গত, ২০০০ সাল থেকে কেবিসির সঞ্চালকের ভূমিকায় থাকা অমিতাভ বচ্চন এখন তাঁর কাজের চাপ কমাতে চান বলে জানা যাচ্ছে। 

আরও পড়ুন- Lagnajita Chakraborty: ‘মা কালী তো নারীই, অথচ পিরিয়ডস হওয়ায় পুজোয় থাকতেই দিল না…’

সূত্রের খবর, বিগ বি চ্যানেলকে শো-এর জন্য নতুন সঞ্চালক খুঁজতে বলেছেন। ১৫তম সিজনে আবেগঘন বিদায় জানানোর পরও চ্যানেল নতুন বিকল্প খুঁজে পায়নি। এখন ১৬তম সিজনে সঞ্চালক হিসেবে থাকলেও, আগামীতে পরিবর্তন আসার সম্ভাবনা প্রবল। কিছুদিন আগে অবশ্য অমিতাভ বচ্চন সরাসরি অবসরের গুজব নিয়ে কথা বলেন। এক প্রোমোতে তিনি মজার ছলে তিনি বলেন যে তিনি অবসর নিচ্ছেন না। তবুও মনে একটা প্রশ্ন থেকেই গেছে। অমিতাভ বচ্চন যদি ‘কেবিসি’-তে না থাকেন, তাহলে কে সেই দায়িত্ব সামলাবেন? আপাতত শাহরুখ খান, ঐশ্বর্য রাই ও এমএস ধোনির মতো তারকাদের নাম নতুন সঞ্চালক হিসেবে আলোচনায় উঠে আসছে। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link