# Tags
#Blog

‘সেপ্টেম্বরের প্রথম দিনই বাংলায় ৪টি যৌন নির্যাতনের অভিযোগ’, মালব্যর নিশানায় মমতা

‘সেপ্টেম্বরের প্রথম দিনই বাংলায় ৪টি যৌন নির্যাতনের অভিযোগ’, মালব্যর নিশানায় মমতা
Listen to this article


কলকাতা : ‘সেপ্টেম্বরের প্রথম দিনই বাংলায় ৪টি যৌন নির্যাতনের অভিযোগ।’ এক্স হ্যান্ডেলে ঠিক এই ভাষাতেই আইনশৃঙ্খলা নিয়ে তৃণমূল সরকারকে নিশানা করলেন অমিত মালব্য। ইলামবাজার, নদিয়া, মধ্যমগ্রাম ও হাওড়ার ঘটনাকে হাতিয়ার করে আক্রমণ শানালেন তিনি। এরপর চার জায়গার ঘটনার কথা সংক্ষেপে তুলে ধরে মালব্য লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, মহিলাদের জন্য সবথেকে অসুরক্ষিত রাজ্য পশ্চিমবঙ্গ। কঠোর আইন প্রয়োগ এবং ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করে  ধর্ষণ ও POCSO মামলায় অভিযুক্তদের শাস্তি দেওয়ার ব্যাপারে উনি কিছুই করেননি ।” “চূড়ান্ত ব্যর্থ মুখ্যমন্ত্রী হিসেবে অবিলম্বে পদত্যাগ করা উচিত” বলেও দাবি জানান বিজেপির আইটি সেলের প্রধান।

কোথায় কী অভিযোগ ?

আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্য়েই বীরভূমের ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্য়রত নার্সের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক রোগীর বিরুদ্ধে। গতকাল রাত ৮টা নাগাদ জ্বর নিয়ে ভর্তি হয় শেখ আবাসউদ্দিন নামে এক ব্য়ক্তি। অভিযোগ, চিকিৎসা করতে গেলে নার্সের শ্লীলতাহানি করে আবাসউদ্দিন। এমনকী কর্তব্য়রত নার্সকে গালিগালাজ করে বলেও অভিযোগ।

অভিযোগকারিণী অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে ইলামবাজার থানার পুলিশ। ঘটনার প্রতিবাদে মিছিল করেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। নিরাপত্তা না পেলে কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। 

সাত বছরের এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে রণক্ষেত্র উত্তর ২৪ পরগনার মধ্য়মগ্রামের রাজবাড়ি এলাকা। পুলিশের সামনেই অভিযুক্তের বাড়ি ও আত্মীয়র দোকান ভাঙচুর করল উত্তেজিত জনতা। স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য়ার বাড়িও ভাঙচুর করা হয়। চলল ব্য়াপক ইটবৃষ্টি। উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগানও। বিশাল পুলিশবাহিনী ও র‍্যাফ লাঠিচার্জ করে ও কাঁদানে গ্য়াসের সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, তৃণমূল পঞ্চায়েত সদস্য়া নীলিমা বিবির স্বামী আবদুল হাফিজ বিষয়টি মিটমাট করিয়ে নিতে চেয়েছিলেন। অভিযোগের প্রেক্ষিতে তাঁকেও গ্রেফতার করেছে পুলিশ।

হাওড়া সদর হাসপাতালে এক নাবালিকা রোগীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ল্যাবকর্মীর বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বুকে যন্ত্রণা নিয়ে গত ২৮ অগাস্ট হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয় ওই নাবালিকাকে। গতকাল রাতে সিটি স্ক্য়ান হয় তার। অভিযোগ, সিটি স্ক্য়ানের জন্য় ল্য়াবরেটরিতে নিয়ে যাওয়া হলে নাবালিকার শ্লীলতাহানি করে আনন্দ রাজ নামে এক ল্য়াব অ্য়াটেনডেন্ট। ল্য়াব থেকে বেরিয়ে নাবালিকা বাড়ির লোককে সব খুলে বলে। ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা বাড়ানো হয়েছে। 

নদিয়ার কৃষ্ণগঞ্জে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার পিসতুতো দাদার বিরুদ্ধে। খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে কলাবাগানে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ছবি তুলে রেখে খুন করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal