জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অত্যন্ত বিরল এই একাদশী। আমলক একাদশী কিংবা আমলকী একাদশী। ফাল্গুন শুক্লপক্ষে ফাল্গুন মাসের ১১তম দিবসে এই দিনটি পালিত হয়। এদিন আমলকী বৃক্ষকে বিশেষ শ্রদ্ধা জানানো হয়। কেননা, মনে করা হয়, এই গাছে বাস করেন শ্রীবিষ্ণু এবং লক্ষ্মীও। মহাশিবরাত্রি ও হোলির মধ্যে এই একাদশী পড়ে।
আরও পড়ুন: Deadliest Tropical Cyclone: ভয়াবহ! বঙ্গোপসাগরের বুকে জন্ম-নেওয়া ঝড়ে তছনছ বাংলাদেশ, পশ্চিমবঙ্গও! লক্ষ লক্ষ মৃত্যু…
৯ মার্চ সকাল ৭টা ৪৫ মিনিটে একাদশী তিথি পড়েছে, তা আজ, সোমবার সকাল ৭টা ৪৪ মিনিটে শেষ হয়েছে। তবে, ব্রতের উদযাপন আজই। শেষ হবে আগামীকাল মঙ্গলবার সকাল ৮.১৩ মিনিটে। ভগবান বিষ্ণু মধু-কৈটভকে বধ করে পৃথিবীকে পাপমুক্ত ও ভারমুক্ত করেছিলেন। সেই ঘটনা এদিন স্মরণ করেন ভক্তেরা।
কিংবদন্তি, রাজা চিত্রসেন ও তাঁর প্রজাগণ আমলক একাদশী ব্রত পালন করেছিলেন। এক শিকার-ভ্রমণের সময়ে চিত্রসেন বনে পথ হারিয়ে ফেলেন। তাঁরে রাক্ষসেরা তাড়া করে। তারা তাকে অস্ত্র দিয়ে আক্রমণও করে। যদিও তাঁকে শেষ পর্যন্ত আঘাত করে না রাক্ষসেরা। তবে রাক্ষসের রাজাকে ঘিরে ফেলায় রাজা অজ্ঞান হয়ে পড়েন। আর ঠিক তখনই ম্যাজিক। রাজার শরীর থেকে জ্যোতির্ময় এক ঐশ্বরিক শক্তি বেরিয়ে এসে আক্রমণকারী রাক্ষসদের ধ্বংস করে অদৃশ্য হয়ে যায়। চেতনা ফিরে পেয়ে সমস্ত আক্রমণকারীদের নিহত দেখে চিত্রসেন হতবাক হয়ে যান। তখন একটি ঐশ্বরিক কণ্ঠ আকাশবাণী-রূপে ঘোষণা করে রাজাকে জানায়, এটি রাজা একাদশী ব্রত পালন করার কারণে হয়েছে। এই ঘটনার পরে ব্রতটি জনপ্রিয় হয়ে ওঠে এবং দিকে দিকে তার প্রচার হয়।
কী করতে হয় এদিন?
ব্রত পালনকারীদের সকালে স্নান করতে হয়।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
এদিন আমলকী বৃক্ষের পুজো হয়। ভক্ত বা পুরোহিতরা আনুষ্ঠানিকভাবে গাছটিকে স্নান করান ও জল প্রদান করেন। তারপর এটি পূজা করেন।
ভক্তেরা এদিন উপবাস করেন
সমৃদ্ধি, সম্পদ ও স্বাস্থ্যের প্রার্থনা করে ব্রাহ্মণ-পুরোহিতদের উপহার দেওয়া হয়
আরও পড়ুন: Holi 2025: কবে হোলি, ১৪, না, ১৫ মার্চ? পূর্ণিমা কবে এবং কখন পড়ছে? বসন্তোৎসবের বিশেষ তাৎপর্য জাননে তো?
এদিন যে-পুণ্য হয়, তাতে বাজপেয় ও সোমযজ্ঞের ফল লাভ হয় বলে মনে করা হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)