NOW READING:
Amaan Ali Bangash: ‘বাবার মত পেরেছি কিনা জানি না!’, ‘নাদ’ ফেস্টিভ্যালে আমান আলিতে মুগ্ধ কলকাতা…
March 24, 2025

Amaan Ali Bangash: ‘বাবার মত পেরেছি কিনা জানি না!’, ‘নাদ’ ফেস্টিভ্যালে আমান আলিতে মুগ্ধ কলকাতা…

Amaan Ali Bangash: ‘বাবার মত পেরেছি কিনা জানি না!’, ‘নাদ’ ফেস্টিভ্যালে আমান আলিতে মুগ্ধ কলকাতা…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সংগীতের আসর কলকাতায় নতুন নয়। কিন্তু ‘নাদ’ এমন এক অভিনব উচ্চমানের মনোজ্ঞ ফিউশন শাস্ত্রীয় সঙ্গীতের আসর যেখানে শ্রোতারা বিরল যুগলবন্দির সুর-তাল-ছন্দে মেতে ওঠেন। এবারও তার অন্যথা হয়নি। ভারতীয় বিদ্যা ভবন এবং পন্ডিত শঙ্কর ঘোষ তবলা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বসন্ত-সন্ধ্যায় বসেছিল “নাদ”-এর আসর। গোটা অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন পন্ডিত বিক্রম ঘোষ।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News 

‘নাদ’-এর বয়স মোটে চার। শাস্ত্রীয় সঙ্গীত জগতের ঐতিহ্যে নতুন পালক। কিন্তু এই চার বছরেই কলকাতার মন জয় করে নিয়েছে এই অনুষ্ঠান। এবারে ২১ থেকে ২৩ মার্চ এই তিনদিন ধরে জি ডি বিড়লা সভাঘরে বসেছিল ‘নাদ’-এর আসর। শাস্ত্রীয় সঙ্গীতের তাবড় তাবড় শিল্পীরাই এবারে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। ধ্রুপদী শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে ছিল ফিউশন।  ‘নাদ’-এর প্রথম দিনে ছিল আমন আলি বঙ্গাসের সরোদ, তবলায়  অনুব্রত চট্টোপাধ্যায়। কানায় কানায় ভর্তি সভাঘর, আমন আলি শুরু করলেন রাগ ললিতা দিয়ে। এরপর আভরি, হংসধ্বনি, সরস্বতী শোনান। হাততালিতে ফেটে পড়ে গোটা সভাঘর। 

আরও পড়ুন- Disha Salian Death Case: ‘গণধর্ষণ করে খুন করা হয় দিশাকে!’, বাবার আর্জিতে ৫ বছর পর হাইকোর্টে খুলছে কেস-ফাইল…

আমান বলেন, “ছোটবেলা থেকেই কলকাতায় আসছি। তবে বাবার মত কলকাতার মন জয় করতে পেরেছি কিনা জানি না। কলকাতার শ্রোতা সব সময় আমার কাছে স্পেশ্যাল।”  এছাড়া ছিল অদিতি মঙ্গলদাসের কত্থক, অজয় পহঙ্কার এবং অভিজিৎ পহঙ্কারের যুগলবন্দি ‘সাউন্ডস্কেপ’, একক হারমোনিয়ামে তন্ময় দেওচকে। এবারের উৎসবে অন্যতম আকর্ষণ ছিল শেষদিনে বিক্রম ঘোষের ব্র্যান্ড নিউ “ট্রান্সফর্মশন”। তবলা, মৃদঙ্গম, ভায়োলিন, কিবোর্ডের মিশ্রনে এক অভিনব ফিউশন। উনি শুরু করেন রাগ ‘যোগ’ দিয়ে।’নাদ’ শেষ হয় বিক্রম ঘোষের ফিউশন ঝংকারে। বিক্রম ঘোষ বলেন, “ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ধারা বদলাচ্ছে। রাগ একই রেখে পরিবেশনা যুগোপযোগী হয়ে উঠছে।” একঝাঁক তরুণ তুর্কিদের নিয়ে স্টেজে উঠেছিলেন তবলা মায়েস্ত্র বিক্রম ঘোষ।

আরও পড়ুন- Haranath Chakraborty: ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত হরনাথ চক্রবর্তী? মৃত্যুর গুজবে বিরক্ত পরিচালক…

 ভারতীয় বিদ্যা ভবন-এর তরফ থেকে জি ভি সুব্রহ্মমনিয়ম এবং বিক্রম ঘোষ দুজনেই চান কলকাতার সাংস্কৃতিক পরিমন্ডলে শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্যে অন্য মাত্রা আনতে। বলা বাহুল্য, কলকাতায় শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্যে ‘নাদ’ সেই নতুন পালক। জি ভি সুব্রহ্মমনিয়মের কথায়, “নাদ ধীরে ধীরে গোটা দেশেই একটা সাড়া ফেলেছে। দারুণভাবে মানুষের সাড়া পাচ্ছি। তিন দিন ধরে সভাঘর ছিল কানায় কানায় ভর্তি।”

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link