NOW READING:
Allu Arjun: রাগী ‘পুষ্পা’ এবার ভগবান কার্তিক! প্রযোজক জানালেন, ‘এরকম ছবি আগে কেউ কখনও দেখেনি…’
January 28, 2025

Allu Arjun: রাগী ‘পুষ্পা’ এবার ভগবান কার্তিক! প্রযোজক জানালেন, ‘এরকম ছবি আগে কেউ কখনও দেখেনি…’

Allu Arjun: রাগী ‘পুষ্পা’ এবার ভগবান কার্তিক! প্রযোজক জানালেন, ‘এরকম ছবি আগে কেউ কখনও দেখেনি…’
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘পুষ্পা-২’এর দুরন্ত সাফল্যের পর, অল্লু অর্জুন দেশজুড়ে ভালোবাসা পেয়েছেন। সকলের চোখ এখন অভিনেতার পরবর্তী কাজের দিকে। সম্প্রতি জানা গিয়েছে, সামাজিক-পৌরাণিক ছবির জন্য প্রশংসিত ডিরেক্টর ত্রিবিক্রম শ্রীনিবাসের সঙ্গে জুটি বাঁধছেন অল্লু। 

সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, অল্লু অর্জুন পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাসের সঙ্গে জুটি বাঁধতে একেবারেই প্রস্তুত। যেখানে ভগবান কার্তিকের ভূমিকায় দেখা যাবে অল্লুকে। জানা গিয়েছে, ছবিটি কার্তিককে যুদ্ধের দেবতা হিসাবে তাঁর বাবার সঙ্গে পুনরায় মিলিত হওয়ার মহাকাব্যিক যাত্রাকে চিত্রিত করা হয়েছে। 

এই খবরটি ছড়িয়ে পড়তেই অভিনেতার ফ্যানেদের মধ্যে উত্তেজনার সৃষ্টি করেছে। যার ফলে সোশ্যাল মিডিয়া আলোচনা এবং চরিত্র এবং প্লট সম্পর্কে জল্পনা শুরু হয়েছে। যদিও ছবিটির প্রেক্ষাপট বা কাস্ট সম্পর্কে কোনও আনুষ্ঠানিক বিবরণ নিশ্চিত করা হয়নি। প্রযোজক নাগা ভামসি একটি সাম্প্রতিক সাক্ষাত্‍কারে প্রকল্পটি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:Baghpat Watchtower Collapse: ‘লাড্ডু মহোৎসব’-এ মর্মান্তিক বিপত্তি! মঞ্চ ভেঙে মৃত ৭, গুরুতর আহত কমপক্ষে ৪০…

ভামসি প্রকাশ করেছেন, ‘ত্রিবিক্রম স্যার এমন কিছু ভাবছেন যা আগে কেউ করেনি, এমনকি রাজামৌলি স্যারও নয়। এই সেটআপ অভূতপূর্ব, আমরা যদি তার কল্পনাকে বাস্তবায়িত করতে পারি, তাহলে দর্শকরা এমন কিছু দেখতে পাবেন যা ভারতীয় পর্দায় কখনও দেখা যায়নি।’ তিনি আরও জানিয়েছেন যে, ২০২৫ সালে জানুয়ারিতে একটি প্রোমো প্রকাশ্যে আনা হবে। মার্চ মাসে শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে অল্লু এবং ত্রিবিক্রম শ্রীনিবাসে একসঙ্গে মিলে ‘জুলাই’, ‘এস/ও সত্যমূর্তি’ এবং ‘আলা বৈকুণ্ঠপুরমুলু’-র মতো ব্লকবাস্টার ছবি দর্শকদের উপহার দিয়েছেন। ফের তাদের এই যৌথ কাজ প্রথম প্যান-ইন্ডিয়া প্রকল্প হতে চলেছে।

এদিকে, অল্লু অর্জুন ‘পুষ্পা ২: দ্য রুল’এর সাফল্য উপভোগ করে চলেছেন। এছাড়াও এই ছবির প্রিমিয়ারে পদপিষ্টের ঘটনায় শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন অভিনেতা। জানা গিয়েছে, ৫০ হাজার টাকার দুটি বন্ডে জামিন পেয়েছেন তিনি।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link