জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের জেলে যাওয়ার আশঙ্কায় দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুন। জানা গিয়েছে, হায়দরাবাদ পুলিস অভিনেতা অন্তর্বতী জামিনের বিরুদ্ধে মঙ্গলবার আদালতে আবেদন করতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, অল্লু একটি প্রেস কনফারেন্স করার পরে এবং হাইকোর্টের নির্দেশিকা লঙ্ঘন করার অভিযোগে এটি আসে। পুলিস আদালতে তাদের দাবির সমর্থনে ভিডিয়ো প্রমাণ উপস্থাপন করবে।
পুলিস আধিকারিকরা দাবি করেছেন যে, অল্লু অর্জুন ৪ ডিসেম্বর পুষ্পা-২এর স্ক্রিনিংয়ের সময় সিনেমা হল ছেড়ে যাননি। চলতি বছরের বার্ষিক রাউন্ড-আপে একটি সংবাদ সম্মেলনে বক্তৃতা করে, সিটি পুলিস কমিশনার সিভি আনন্দ রবিবার পদদলিত হওয়ার সময় যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার উপর পুলিস দ্বারা তৈরি একটি ভিডিয়ো দেখান।
ভিডিয়োটি নিউজ চ্যানেল এবং সেল ফোন ক্লিপ সহ ফুটেজগুলিকে একত্রিত করে তৈরি করা হয়েছে৷ সেখানে দেখানো হয় যে অভিনেতা মধ্যরাত পর্যন্ত সিনেমা হলেই ছিলেন। পুলিস কমিশনার ভিডিয়ো নিয়ে কোনও মন্তব্য করেননি, তবে বলেছেন মিডিয়া তার নিজস্ব সিদ্ধান্তে আঁকতে পারে।
আরও পড়ুন:Shyam Benegal Passes Away: নব্বইয়ে আলবিদা! প্রয়াত শ্যাম বেনেগাল…
অন্য এক পুলিস কর্মকর্তা পদপিষ্টের ঘটনা নিয়ে বলেন। তিনি বলেন যে, তিনি এবং অন্যান্য পুলিস কর্মকর্তারা অল্লু অর্জুনের ম্যানেজারকে মহিলার মৃত্যুর খবর জানাতে গিয়েছিলেন। তাঁকে এ-ও বলেন যে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে। এইসব বলা সত্ত্বেও অভিনেতার সঙ্গে দেখা করা যায়নি বলে অভিযোগ। অভিনেতার স্টাফরা জানান যে, তাঁরাই এই বিষয়টি জানাবেন, কিন্তু তা করেননি।
কর্মকর্তা আরও জানান যে, তিনি পরে অভিনেতার কাছে পৌঁছাতে সক্ষম হন। তাঁকে মহিলার মৃত্যুর কথা জানান এবং তাকে থিয়েটার ছেড়ে যেতে বলেছিলেন যাতে ভক্তরা তাকে এক ঝলক দেখার চেষ্টা করার সময় একে অপরের ক্ষতি না করে। কিন্তু অভিনেতা উল্টে তাঁকে বলেন যে তিনি ছবিটি দেখেই যাবেন। পরে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে ওই কর্মকর্তা ভেতরে গিয়ে অভিনেতাকে বের করে আনেন বলে জানান তিনি।
সেদিন এ-ও অভিযোগ ওঠে যে, অল্লু অর্জুনের বাউন্সার ভিড়ের পাশাপাশি পুলিসদেরও ধাক্কা দিয়েছে। পুলিস কমিশনার হুঁশিয়ারি দিয়েছিলেন যে কর্তব্যরত পুলিসের সঙ্গে এমন আচরণ করা যায় না। এবং এই বিরুদ্ধে আইন অনুসারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তারা কোনও কথাই শোনেননি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)