জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার সকাল থেকে উত্তাল বিনোদন দুনিয়া। একদিকে বক্স অফিসে তুফান তুলেছে পুষ্পা টু। মাত্র ৮ দিনে শুধু ভারতে আয় করেছে ৮২২.৭ কোটি। বিদেশে আয় করেছে ১৯০ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০১২.৭ কোটি। কিন্তু এই বিশাল সাফল্যের মাঝেই শুক্রবার সকালে বাড়ি থেকেই গ্রেফতার হন অল্লু অর্জুন। প্রথমে এদিন সেই মামলায় মেলেনি জামিন, তারকাকে নামপল্লী কোর্টে পেশ করা হলে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হল অল্লুকে। এরপরই তড়িঘড়ি তেলেঙ্গানা হাইকোর্টে আবেদন জানিয়েছেন সুপারস্টারের আইনজীবীরা। অবশেষে তেলেঙ্গানা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পেলেন পুষ্পা খ্যাত তারকা।
আরও পড়ুন- Allu Arjun Arrest: ‘হাসি মুখে হাতে কফি নিয়েই পুলিস ভ্যানে অল্লু অর্জুন!’, ‘পুষ্পা’র গ্রেফতারি নিয়ে তোলপাড় নেটপাড়া…
বুধবারই অল্লু অর্জুন হাইকোর্টে এফআইআর খারিজ করার আবেদন করেন এবং আবেদনের নিষ্পত্তি না হওয়া তাঁর বিরুদ্ধে কোনওরকম শাস্তিমূলক পদক্ষেপ স্থগিত রাখার অনুরোধ করেছিলেন। কিন্তু সেই শুনানির আগেই তারকাকে গ্রেফতার করল পুলিস। নামপল্লী কোর্টে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয় অল্লুকে। এর কিছু সময় পরেই এল স্বস্তির খবর।
কিছুদিন আগেই জানা গিয়েছিল, ‘পুষ্পা ২’-র স্ক্রিনিংয়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারান এক মহিলা। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি করানো হয় মৃতার নয় বছরের ছেলেকে। সেই ঘটনার খোদ ছবির নায়ক অল্লু অর্জুনের বিরুদ্ধেই মামলা দায়ের করে পুলিস। এই ঘটনাতেই শুক্রবার সকালে এসসিপি-র নেতৃত্বে পুলিসের একটি দল অভিনেতার বাড়ি পৌঁছায়। নিজের বাড়ি থেকেই গ্রেফতার করা হয় অল্লু অর্জুনকে। এই ঘটনায় মামলা রুজু হয়েছিল হায়দরাবাদের চিক্কাদপল্লি থানায়। মৃত মহিলার পরিবারের তরফে দায়ের করা অভিযোগের ভিত্তিতে অল্লু অর্জুন, তাঁর নিরাপত্তা দল এবং থিয়েটার ম্যানেজমেন্টের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এর ১০৫ এবং ১১৮(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিনেতাকে চিক্কদপল্লী থানায় নিয়ে যাওয়া হয়েছে। এরপরেই স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে যাওয়া হয় তারকাকে।
আরও পড়ুন- Lagnajita Chakraborty | Rajesh Roshan: ‘আচমকা কাছে এসে স্কার্টের ভেতরে হাত ঢুকিয়ে দেন…’, রাজেশ রোশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ লগ্নজিতার!
হায়দরাবাদে সন্ধ্যা থিয়েটারে স্ক্রিনিং ছিল ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমা। সাধারণ দর্শকদের সঙ্গে ছবি দেখতে হাজির ছিলেন ছবির নায়ক অল্লু অর্জুন। রাত সাড়ে দশটা যখন অল্লু অর্জুন যখন পৌঁছন, তখন কার্যত হুড়োহুড়ি শুরু হয়ে যায়। পুলিসের তরফে চেষ্টা করা হলেও কিছুতেও সামলানো যাচ্ছিল না। তখনই ঘটে ভয়ংকর বিপত্তি।এদিন গ্রেফতারির সময়েই দেখা যায় মুখে হাসি অভিনেতা। কফি খেতে খেতেই পুলিসের সঙ্গে বেরিয়ে যান। কথা বলেন তাঁর টিমের সঙ্গেও। অল্লুর এই গ্রেফতারি নিয়ে দু’ভাগে বিভক্ত নেটপাড়া। এক ফ্যানের দাবি, ‘এই ঘটনায় অল্লুর গ্রেফতারি হাস্যকর।’নেটপাড়ায় অল্লু অনেক ফ্যানই পুলিসের দিকেই আঙুল তুলেছে। কেন যথাযথ নিরাপত্তা নেওয়া হয়নি, তা নিয়েও উঠেছে প্রশ্ন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)